Sealdah To Sector V Metro: শুরু হল শিয়ালদা থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা, ‘আমরা করব জয়’ গানে উদযাপন যাত্রীদের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 14, 2022 | 9:09 AM

Sealdah To Sector V Metro: কালঘাম ছুটিয়ে দেরি করে অফিস ঢোকার দিন শেষ। বৃহস্পতিবার সকালটা অফিসযাত্রীদের জন্য একটু অন্যরকম ভাবেই শুরু হল।

Sealdah To Sector V Metro: শুরু হল শিয়ালদা থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা, আমরা করব জয় গানে উদযাপন যাত্রীদের
শিয়ালদা মেট্রো পরিষেবা চালু

Follow Us

কলকাতা: হয়রানির দিন শেষ। এবার এসির হাওয়া খেতে খেতেই শিয়ালদহ থেকে সোজা সেক্টর ফাইভ। হ্যাঁ। ঠিকই শুনেছেন। বিস্তর টালবাহানার পরে এগারোই জুলাই শিয়ালদহ মেট্রোর উদ্বোধন হয়। যাত্রী পরিষেবা শুরু হল আজ। শিয়ালদহ থেকে নূন্যতম ভাড়া ১০ টাকা। শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রোর মটরম্যান ছিলেন জয়দীপ ঘোষ। এদিন প্রথম ৫০ যাত্রীকে মেট্রোর তরফ থেকে গোলাপ ফুল দেওয়া হয়।

কালঘাম ছুটিয়ে দেরি করে অফিস ঢোকার দিন শেষ। বৃহস্পতিবার সকালটা অফিসযাত্রীদের জন্য একটু অন্যরকম ভাবেই শুরু হল। হাততালি, গান, মুখে চওড়া হাসি, সেল্ফিতে সেই বিশেষ ক্ষণ উদযাপন করলেন সওয়ারিরা।

হাততালিতে যাত্রীরা গেয়ে উঠলেন, ‘আমরা করব জয়।’ সকাল সাতটায় সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দিল নতুন মেট্রো।

এক প্রৌঢ় অফিসযাত্রী বললেন, “চাকরিজীবনের অবসর নেওয়ার আর কয়েকদিন বাকি। আমরা আমাদের চাকরির শেষ জীবনে যে এতটা সুবিধা পেয়ে যাব, সেটা ভেবেই ভাল লাগছে। বয়স হয়েছে, এখন একটু আরামে যাতায়াত করতে পারব।”

মেট্রো এমন একটা দলকে দেখা গেল, যাঁরা প্রত্যেকেই পঞ্চাশোর্ধ্ব। তাঁরা বললেন, যেদিন ফুলবাগান থেকে প্রথম মেট্রো ছুটেছিল, প্রথম দিনের সাক্ষী ছিলেন তাঁরাই। আজও তাই এই মেট্রোরও প্রথম সওয়ারি হলেন তাঁরাই।

শিয়ালদা থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু

কেউ অফিস যাচ্ছেন, কেউ বা পরীক্ষা দিতে। আরেক যাত্রী বলেন, “এখন অনেকটাই সুবিধা হল যাতায়াতের।” এক যাত্রী তো বলেই ফেললেন, “নতুন মেট্রোয় প্রথম সওয়ারি হব, ভীষণ উত্তেজনা ছিল। ঘুম থেকে রাত তিনটেয় উঠছি, শিয়ালদা থেকে প্রথম মেট্রো ধরব বলে।”

দেখা মিলল এমন এক যাত্রী, তিনি পরীক্ষার্থী। সেক্টর ফাইভে পরীক্ষা দিতে আসছিলেন হাওড়া থেকে। কিন্তু পথে তাঁর বাস দুর্ঘটনার কবলে পড়ে। তিনিও শেয়ার করলেন তাঁর অভিজ্ঞতার কথা। বললেন, “হাওড়া থেকে আসছিলাম। মাঝরাস্তায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাস আর এগোয় না। বাস থেকে নেমে পড়ি। এদিকে পরীক্ষার সময়ও এগিয়ে আসছে। দিশেহারা হয়ে যাই, সেক্টর ফাইভ এতটা দূর কীভাবে যাব। রাস্তাতেই একজন বললেন, আজ থেকেই তো মেট্রো চালু, চলে যাও। সত্যিই এসে বুঝলাম কত অত্যাধুনিক ব্যবস্থা।”

প্রযুক্তিগত দিক থেকেও মেট্রো ও প্ল্যাটফর্মগুলি অত্যন্ত উন্নত। গ্লাস ডোরের ব্যবস্থা করা হয়েছে, যা মূলত মেট্রো রেকে আত্মহত্যার প্রবণতাকে ঠেকাবে।

একনজরে

কখন থেকে মিলবে মেট্রো পরিষেবা?

শিয়ালদহ থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫য়। সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫এ। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪০এ।

কতক্ষণ পর পর চলবে মেট্রো?

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ। সকাল ৬টা ৫৫ থেকে ৮টা ৫৫ পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। সকাল ৮টা ৫৫ থেকে ১০টা ৫৫ পর্যন্ত ১৫ মিনিট পর পর পাওয়া যাবে। সকাল ১০টা ৫৫ থেকে বিকেল ৪টে ৫৫ পর্যন্ত ১০ মিনিট অন্তর মেট্রো চলবে। বিকেল ৪টে ৫৫ থেকে সন্ধে ৭টা ৫৫ পর্যন্ত মেট্রো পাওয়া যাবে ১৫ মিনিট পর পর। সন্ধে ৭টা ৫৫ থেকে রাত ৯টা ৩৫ পর্যন্ত মেট্রো মিলবে ২০ মিনিট পরে। এদিকে সেক্টর ফাইভ থেকে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। ৯টা থেকে ১১টা পর্যন্ত মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর। ১১টা থেকে ৫টা পরিষেবা পাওয়া যাবে ২০ মিনিট পর পর। বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে। রাত আটটা থেকে ৯টা ৪০– ২০ মিনিট পরে মেট্রো পাওয়া যাবে।

Next Article