e Vidyasagar Setu: ফের বন্ধ! কত ঘণ্টার জন্য আর ওঠা যাবে না দ্বিতীয় হুগলি সেতুতে? - Bengali News | Second Hooghly Bridge to remain closed again next Sunday for maintenance work | TV9 Bangla News

Vidyasagar Setu: ফের বন্ধ! কত ঘণ্টার জন্য আর ওঠা যাবে না দ্বিতীয় হুগলি সেতুতে?

Second Hooghly Bridge: বিগত কয়েক সপ্তাহে কখনও ৮ ঘণ্টা, কখনও ১৬ ঘণ্টা পর্যন্ত বন্ধ থেকেছে দ্বিতীয় হুগলি সেতু। ফলে একাধিক রুটে বদল এসেছে। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যে সমস্ত গাড়িগুলির বিদ্যাসাগর সেতুতে ওঠার কথা ছিল সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোডের দিকে নিয়ে যাওয়া হয়।

Vidyasagar Setu: ফের বন্ধ! কত ঘণ্টার জন্য আর ওঠা যাবে না দ্বিতীয় হুগলি সেতুতে?
ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Nov 13, 2025 | 8:22 PM

কলকাতা: বেশ কয়েকটি রবিবার দফায় দফায় বন্ধ থেকেছে দ্বিতীয় হুগলি সেতু। সামনের রবিবারও ফের ফিরতে চলেছে একই ছবি। জানিয়ে দিল কলকাতা পুলিশ। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই ফের বন্ধ থাকছে। ইতিমধ্য়েই এ বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে পুলিশের তরফে। বিবৃতি বলছে আগামী ১৬ নভেম্বর (রবিবার) ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। সে কারণেই সপ্তাহে সপ্তাহে কাজ চলছে। কাজ চলবে এই রবিবারও। সেই কারণেই ওই নির্দিষ্ট সময়েই যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিগত কয়েক’টি রবিবার সেতু বন্ধ থাকায় রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। ঘুরপথে যাতাযাত ছাড়া আর কোনও উপায় ছিল না। সমস্যা-ভোগান্তি এড়াতে এখন কলকাতা পুলিশও অনুরোধ করছে এই রবিবারও ওই সব বিকল্প পথেই যাতায়াত করতে।  

এদিকে বিগত কয়েক সপ্তাহে কখনও ৮ ঘণ্টা, কখনও ১৬ ঘণ্টা পর্যন্ত বন্ধ থেকেছে দ্বিতীয় হুগলি সেতু। ফলে একাধিক রুটে বদল এসেছে। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যে সমস্ত গাড়িগুলির বিদ্যাসাগর সেতুতে ওঠার কথা ছিল সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোডের দিকে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজ। অন্যদিকে কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। কলকাতার দিক থেকে বেশ কিছু যাত্রীবাহী গাড়িকে কাজীপাড়া, জিটি রোড, আন্দুল রোডের দিক থেকে সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কে পাঠিয়ে দেওয়া হয়।