কলকাতা: নিরাপত্তা বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আগে তিনি ওয়াই (y) ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এবার সেই নিরাপত্তা বাড়িয়ে (z) ক্যাটাগরির করা হল। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে, তাতে অসুস্থ হয়ে পড়েছিলেন ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয় চত্বরে চরম বিক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রীকে। সেই যাদবপুর-কাণ্ডের পরই নিরাপত্তা বাড়ানো হল ব্রাত্য বসুর।
গত শনিবার ওয়েবকুপার একটি বৈঠকে যোগ দিতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় ব্রাত্য বসুকে। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীকে ঘিরে আন্দোলন করছিলেন ছাত্ররা।
অভিযোগ ওঠে, বিক্ষোভ চলাকালীন ভেঙে দেওয়া হয় মন্ত্রীর গাড়ির ‘লুকিং গ্লাস’। মন্ত্রী জানান, গাড়িতে ইট ছোড়া হয়। হেনস্থার জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।
ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়ার মাথা ফেটে যায়। আহত হন দুই অধ্যাপক। তুমুল উত্তেজনার সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। গাড়ির চাকার চোখের পাশ দিয়ে চলে যাওয়ায় আহত হয়েছেন প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই পরিস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।