Seikh Sahajahan: শাহজাহানের জন্য জেলে ছুটল CBI, হঠাৎ কী হল?

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 22, 2025 | 7:07 PM

Seikh Sahajahan: সিবিআই সূত্রে খবর, ইডির ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই কিছু বিষয়ে শনিবার জেরা করা হয় শাহজাহানকে। পুরোনো মামলার সূত্রেই জেরা করতে যাওয়া বলেই মনে করা হচ্ছে।

Seikh Sahajahan: শাহজাহানের জন্য জেলে ছুটল CBI, হঠাৎ কী হল?
শেখ শাহজাহান
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: প্রেসিডেন্সি সংশোধনাগারে শনিবার পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। সেখানে পৌঁছে শেখ শাহজাহানকে জেরা কেন্দ্রীয় এজেন্সির। বসিরহাট আদালত থেকে অনুমতি নিয়ে প্রেসিডেন্সি জেলে জেরা আধিকারিকদের বলে খবর। সম্প্রতি, জেলের ভিতর বসেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল সন্দেশখালির স্বঘোষিত বাঘ শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেই আবহে এ দিন জেরা নিতান্তই তাৎপর্যপূর্ণ।

সিবিআই সূত্রে খবর, ইডির ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই কিছু বিষয়ে শনিবার জেরা করা হয় শাহজাহানকে। পুরোনো মামলার সূত্রেই জেরা করতে যাওয়া বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে জানা যাচ্ছে, ফোনে যাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরা সকলেই মামলার সাক্ষী বলেও সিবিআই সূত্রে দাবি।

এখানেই শেষ নয়, জাল নথি দিয়ে নাগাল্যান্ডের লাইসেন্স রয়েছে শেখ শাহাজানের। শুধু তাই নয়, অভিযোগ উঠছে এই লাইসেন্স রয়েছে তাঁর ভাই ও তাঁর সঙ্গীদের। কীভাবে কার মাধ্যমে লাইসেন্স পেয়েছেন শাহজাহান? কার মাধ্যমে পেয়েছেন? টাকার বিনিময়ে যদি এই লাইসেন্স পেয়ে থাকে তাও জানতে জেরা শাহাজানকে। এর পাশাপাশি ধামাখালীতে সিবিআই ক্যাম্পে জমি দখল সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে। সেইসব বিষয়েও জেরা করা হতে পারে বলে খবর।