Seikh Sahajahan: সত্যিই কি জেল থেকে ফোন করেছিলেন শাহজাহান? তদন্তে এল চাঞ্চল্যকর তথ্য
Seikh Sahajahan: পুলিশকে রবীন জানিয়েছিলেন, দুপুর ২ টোর পর মোফিজুলের মোবাইল নম্বরে ফোন করে তাঁকে হুমকির দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট ওই দিন যে ফোন কলগুলো মফিজুলের নম্বরে এসেছিল, সিডিআর খতিয়ে দেখে জানা গিয়েছে সেইসব নম্বরগুলি মফিজুলের আত্মীয় ও পরিচিত ব্যক্তিদের।

কলকাতা: প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে ফোন করে শেখ শাহজাহান হুমকি দিচ্ছেন। এই ঘটনায় সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারী রবীন মণ্ডল। দিন কয়েক আগেই করা এহেন অভিযোগের অনুসন্ধানে নামে বসিরহাট পুলিশ জেলা। তবে কি সত্যিই জেলে বসে হুমকি দিচ্ছেন শাহজাহান? পুলিশ জানাচ্ছে, অনুসন্ধানের পর এমন কোনও ফোন কলের প্রমাণ পাননি তাঁরা। ফোন কল ডিটেলস বা সিডিআর খতিয়ে দেখে দাবি পুলিশের।
প্রসঙ্গত, সম্প্রতি শেখ শাহজাহান মার্কেটের কর্মী রবীন মণ্ডল ইডি ও সন্দেশখালি থানায় শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মফিজুলের নামে অভিযোগ দায়ের করেন। শাহজাহানের দাবি,মফিজুলের ফোন থেকে জেলে বসে ফোন করেন শাহজাহান। তারপর রবীন মণ্ডলকে ফোনে হুমকি দিয়ে বলেন, তিনি (শাহজাহান) নাকি খুব শীঘ্রই জেলে থেকে ছাড়া পাবেন। তারপর ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন। তাৎপর্যপূর্ণ ভাবে এই ঘটনার পরের দিনই এই রবীনের নামে আবার থানায় যান শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি।
পুলিশকে রবীন জানিয়েছিলেন, দুপুর ২ টোর পর মোফিজুলের মোবাইল নম্বরে ফোন করে তাঁকে হুমকির দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট ওই দিন যে ফোন কলগুলো মফিজুলের নম্বরে এসেছিল, সিডিআর খতিয়ে দেখে জানা গিয়েছে সেইসব নম্বরগুলি মফিজুলের আত্মীয় ও পরিচিত ব্যক্তিদের। সংশ্লিষ্ট দিনের ওই সংশ্লিষ্ট সময়ে মফিজুলের নম্বরে কোনও ফোন বা মেসেজ আসেনি।
কোনও আননোন (পরিচিত) নম্বর কিম্বা প্রেসিডেন্সি সংশোধনাগারের কোনও নম্বর থেকে মফিজুলের নম্বরে ওই দিন ফোন আসেনি বলে প্রাথমিক অনুসন্ধানে দাবি পুলিশের। তাহলে কেন এমন অভিযোগ আনলেন রবীন মণ্ডল? তা নিয়ে আগামী দিনে রবীনকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।





