Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শেখ শাহজাহান

শেখ শাহজাহান

সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। সন্দেশখালি ১ নম্বর ব্লকের সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। সিপিএম থেকে রাজনৈতিক কেরিয়ার শুরু হলেও পালাবদলের পর তৃণমূলের বাহুবলী নেতা হয়ে ওঠেন তিনি। সন্দেশখালির মানুষের কথায়, তিনি নাকি এলাকার ভগবান। সরবেড়িয়া অঞ্চলের একসময়ের পঞ্চায়েত প্রধান শেখ মোসলেমের সহকারী ছিলেন শেখ শাহজাহান। পরবর্তীতে ২০১৩ সালে তৃণমূলে যোগ। এলাকায় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি রয়েছে তাঁর। তেইশের পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালি ২ নম্বর ব্লকের জেলা পরিষদের নির্বাচনে জয়লাভ করেন। তিনি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধক্ষের দায়িত্ব সামলান। তবে রেশন দুর্নীতিতে নাম জড়ায় শেখ শাহজাহানের। তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তাঁর অনুগামীদের দ্বারা ইডি-র আক্রান্ত হওয়ার অভিযোগও ওঠে। যা নিয়ে সরগরম হয়ে ওঠে বাংলার রাজ্য রাজনীতি। তারপর থেকেই ‘গায়েব’ হয়ে যান শেখ শাহজাহান। সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতার খোঁজ পান না ইডি আধিকারিকরা। পুলিশ প্রশাসনও হন্যে হয়ে খোঁজ করতে থাকে। জল গড়ায় আদালত পর্যন্ত। তাঁকে কেন্দ্র করেই সন্দেশখালির প্রত্যন্ত গ্রাম সরবেড়িয়া হয়ে ওঠে বাংলার রাজনীতির হটস্পট।

Read More