Sandeshkhali: সন্দেশখালিতে ফের অশান্তির আগুন? দলের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল বিধায়ক
Sandeshkhali: সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, "বর্তমানে কিছু মানুষ এখনও সেইগুলো উস্কে রাখার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। তারা চাইছে, আগের পরিবেশ থাকুক। এই জন্য মানুষকে ভুলপথে চালিত করছে। কিছু ভাইরাল অডিয়ো আমরা দেখেছি।"

সন্দেশখালি: নতুন করে কি সন্দেশখালিতে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে? ফের উঠছে এই প্রশ্ন। কারণ, সন্দেশখালির পুরাতন সরবেড়িয়া এলাকার বাসিন্দা রবীন মণ্ডলকে জেল থেকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। আবার মাছের আড়ত থেকে ২৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগ তুলে রবীন মণ্ডলের বিরুদ্ধে ন্যাজাট থানায় এফআইআর দায়ের করেছেন শাহজাহানের স্ত্রী। সন্দেশখালিতে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্নের মধ্যেই মুখ খুললেন সেখানকার তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। দলের একাংশের বিরুদ্ধেও তিনি সরব হলেন।
গত বছরের শুরু থেকে সংবাদের শিরোনামে সন্দেশখালি। ২০২৪ সালের ৫ জানুয়ারি তৃণমূল নেতা (বর্তমানে বহিষ্কৃত) শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ডি আধিকারিকরা। সেই ঘটনার পর একের পর এক অভিযোগ উঠে আসে সন্দেশখালিতে। মহিলাদের নির্যাতন, জোর করে জমি দখলের অভিযোগ সামনে আসে। শেখ শাহজাহান-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরব হন মহিলারা। রাস্তায় নামেন তাঁরা।
লোকসভা নির্বাচনের আগে এই নিয়ে সরব হন বিরোধীরা। বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। তবে লোকসভা ভোটে জয়ী হয় তৃণমূলই।
এই খবরটিও পড়ুন




গত বছর রবীন মণ্ডলের পরিবার অভিযোগ করেছিল, সরবেড়িয়ায় ‘শেখ শাহজাহান মার্কেট’ নামে বাজারটি তাদের জমি দখল করে তৈরি করা হয়েছে। জমি ফেরানোর দাবিতে ইডি ও সিবিআইয়ের কাছেও অভিযোগ করে রবীন মণ্ডলের পরিবার।
সেই রবীন মণ্ডলকে জেল থেকে শাহজাহান হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তারপরই রবীন মণ্ডলের বিরুদ্ধে মাছের আড়ত থেকে ২৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগ তোলেন শাহজাহানের স্ত্রী। থানায় অভিযোগও দায়ের করেন। যদি অভিযোগ অস্বীকার করে রবীন মণ্ডলের বক্তব্য, “আড়তের আমি তো মুহুরি ছিলাম। আমি ক্যাশিয়ার ছিলাম না। কতটা মাছ আসত, তা শুধু লিখে রাখতাম।”
অভিযোগ-পাল্টা অভিযোগের জেরে কি সন্দেশখালিতে ফের অশান্তির আবহ তৈরি হয়েছে? সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এর পিছনে চক্রান্ত দেখছেন। তিনি বলেন, “২০২৪ সালের লোকসভা ভোটের পর থেকে সন্দেশখালিতে কোনও ঘটনা ঘটেনি। লোকসভা ভোটের সময়ই আমরা বলেছিলাম, বিগত দিনে যে পরিবেশ তৈরি হয়েছিল, মানুষের উপর অত্যাচার, জোর করে জমি দখল। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ পদক্ষেপ করেছিলেন। তাঁর নির্দেশে জমি ফেরত দেওয়া হয়েছিল। বর্তমানে কিছু মানুষ এখনও সেইগুলো উস্কে রাখার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। তারা চাইছে, আগের পরিবেশ থাকুক। এই জন্য মানুষকে ভুলপথে চালিত করছে। কিছু ভাইরাল অডিয়ো আমরা দেখেছি। স্বার্থসিদ্ধির জন্য কিছু মানুষ শাহজাহান শেখের নাম করে তাঁর পক্ষে কিংবা বিপক্ষে এই চক্রান্ত তৈরি করছে।”
তারপরই তিনি বলেন, “হাইকোর্টের নজরদারিতে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে, তার তদন্ত চলছে। কিছু জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। এই জমিকে কেন্দ্র করে মণ্ডল পরিবারের সঙ্গে যে ঝামেলা, তাও হাইকোর্টের নজরদারিতে রয়েছে।”
মণ্ডল পরিবারের সঙ্গে বিজেপির রেখা পাত্র দেখা করতে গিয়েছিলেন জানিয়ে তৃণমূল বিধায়ক বলেন, “আজ রেখা পাত্র মণ্ডল পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারা দেখা করেনি। মানুষের যদি সমস্যা থাকে, তা দেখতে আমি দলকে জানিয়েছি। সমস্যার সমাধান করতেও বলেছি। কিন্তু, রাজনৈতিকভাবে কেউ সুযোগ-সুবিধা নিয়ে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করবে, তা যাতে না হয়, আমি দলকে লিখব। ওই পরিবার রেখা পাত্রর সঙ্গে দেখা না করে স্পষ্ট করে দিয়েছে, তারা রাজনীতি চায় না, সমস্যার সমাধান চায়।”
তাঁর দলেরও কেউ কেউ বিচ্ছিন্নতা তৈরি করছেন বলে মনে করেন তৃণমূল বিধায়ক। সুকুমার মাহাতো বলেন, “বর্তমানে কিছু মানুষ দলের মধ্যেই বিচ্ছিন্নতা তৈরি করছেন। আমি দলের কয়েকটি জায়গায় জানিয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে চিঠি লিখেও দলকে জানাব।”





