‘জেলে মন খারাপ হলে উডবার্ন ওয়ার্ডে যায়’, শাহজাহানকে তোপ শুভেন্দুর
শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলায় অন্যতম সাক্ষীর গাড়ি বুধবার দুর্ঘটনার কবলে পড়ে। লরি ধাক্কা মারে গাড়িতে। সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, "এই দুর্ঘটনা শাহজাহান করিয়েছে। শাহজাহান বসিরহাট জেলে থাকলেও ফোন ব্যবহার করে। যা খেতে ইচ্ছা হয়, তাই খায়। অনেক রাতে ডিনার নেয়। যতরকম ছবি আছে সব দেখে।" এরপরই তিনি বলেন, "শাহজাহানদের জেলে মন খারাপ হলে উডবার্ন ওয়ার্ডে যায়।" তিনি আরও মন্তব্য করেন, "এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গ থেকে সরানো উচিত।"
শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলায় অন্যতম সাক্ষীর গাড়ি বুধবার দুর্ঘটনার কবলে পড়ে। লরি ধাক্কা মারে গাড়িতে। সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, “এই দুর্ঘটনা শাহজাহান করিয়েছে। শাহজাহান বসিরহাট জেলে থাকলেও ফোন ব্যবহার করে। যা খেতে ইচ্ছা হয়, তাই খায়। অনেক রাতে ডিনার নেয়। যতরকম ছবি আছে সব দেখে।” এরপরই তিনি বলেন, “শাহজাহানদের জেলে মন খারাপ হলে উডবার্ন ওয়ার্ডে যায়।” তিনি আরও মন্তব্য করেন, “এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গ থেকে সরানো উচিত।”
Latest Videos

