
রাজারহাট: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা রাজারহাটের হাড়োয়া খাল এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে গেল খালে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার করা হল যাত্রীদের। আহত হন চল্লিশের বেশি যাত্রী। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ।
শুক্রবার সকালে হাড়োয়া থেকে করুণাময়ী আসছিল বাসটি। হাড়োয়া খাল সংলগ্ন ব্রিজে বাসের নিয়ন্ত্রণ হারান চালক। ডিভাইডার ভেঙে খালে গিয়ে পড়ে বাসটি। বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে আসে পুলিশও।
দুর্ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা
আহত এক যাত্রী বলেন, “আমার বাড়ি বেড়াচাঁপায়। সল্টলেকে অফিসে যাচ্ছিলাম। বাস ভর্তি ছিল। একটা বাসকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। হঠাৎ বাসটা খালে পড়ে যায়। আমার খুব একটা বেশি লাগেনি। তবে অনেকেই আহত হয়েছেন।” কারও মৃত্যু হয়নি বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, রাজারহাটের দিকে বাসটি যাচ্ছিল। যাত্রীদের চিৎকার শুনেই তাঁরা ছুটে আসেন। রেষারেষির জেরেই দুর্ঘটনা ঘটে বলে তাঁদের অভিযোগ। খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় পুলিশও। দেখা যায়, বাসের প্রত্যেক যাত্রীর সঙ্গে কথা বলছেন পুলিশকর্মীরা। বাসের যাত্রীরা পরিবারের সঙ্গে কথা বলেছেন কি না, জানতে চান। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে। বাসের চালক মদ্যপ ছিলেন কি না, তাও দেখা হচ্ছে। সাতসকালে দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।