কলকাতা: মঙ্গলবার প্রিন্সেপঘাট যাওয়ার প্ল্যান আছে? চক্ররেলের পরিষেবায় কিন্তু আগামিকালের জন্য বেশ কিছু বদল আনা হয়েছে। গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য পুণ্যার্থীদের ঢলের কথা মাথায় রেখে বেশ বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষেপিত করা হয়েছে। কোনও কোনও ট্রেনের যাত্রাপথও বদলে দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আপনার যদি আগামিকাল (মঙ্গলবার) চক্ররেল ধরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, আগেভাগে জেনে নিন কোন ট্রেনের ক্ষেত্রে কী পরিবর্তন আনা হচ্ছে। নাহলে, রাস্তায় বেরিয়ে ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হতে পারে আপনাকে।
বেশ কয়েকটি চক্ররেল আগামিকাল বাতিল রাখা হচ্ছে। ৩০৪১২, ৩০৪১৬,৩০৪১১ ও ৩০৪৫১ -এই চারটি ট্রেন মঙ্গলবারের জন্য বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মঙ্গলবার বেশ কয়েকটি চক্ররেল কলকাতা স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। ৩০৩২২, ৩০৩৪৪, ৩০৩২৪, ৩০৩৪৬, ৩০৩১২ ও ৩০৩১৪ – এই ছয়টি ট্রেন মঙ্গলবার নির্দিষ্ট গন্তব্যের বদলে কলকাতা স্টেশন পর্যন্ত যাবে। একইভাবে ৩০১৪৫, ৩০৩৫১, ৩০৩৩৩, ৩০৩১১, ৩০৩৩১ ও ৩০৩১৩ – এই ছয়টি ট্রেন আগামিকাল কলকাতা স্টেশন থেকে নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দেবে।
এর পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে শিয়ালদহ (নর্থ) স্টেশন পর্যন্ত চালানো হবে। ৩০১২৮, ৩০১১৬, ৩০১২২ ও ৩০১৫৪ – এই ট্রেনগুলির যাত্রাপথ ঘুরিয়ে শিয়ালদহ (নর্থ) পর্যন্ত চালানো হবে। পাশাপাশি ৩০১২১, ৩০১১৩, ৩০১১১ ও ৩০১২৩ – এই ট্রেনগুলি যাত্রাপথ শুরু করবে শিয়ালদহ (নর্থ) স্টেশন থেকে।
এছাড়া ৩০১৪২ ও ৩০৩৩২ – এই ট্রেনগুলি কাঁকুরগাছি জংশন, বালিগঞ্জ হয়ে মাঝেরহাট পর্যন্ত চলাচল করবে। ৩০৩৫৩ আগামিকাল চলবে মাঝেরহাট হয়ে। ৩০১৩৫ ট্রেনটি আগামিকাল বালিগঞ্জ হয়ে যাবে।