Kolkata: বেহালা থেকে বারাসত, ঝড়ের দাপটে গেল একের পর এক প্রাণ! কলকাতাতেও দিকে দিকে উপড়ে পড়ল গাছ, শিয়ালদহ শাখায় ছিঁড়ল ট্রেনের তার

Storm in Kolkata: বারাসতের ইন্দিরা কলোনিতে একটি ঘরের উপর গাছ উপড়ে পরে। ঘরের মধ্যে শুয়ে ছিলেন বছর ত্রিশের গোবিন্দ বৈরাগী। তিনি গাছের নিচে চাপা পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে আর বাঁচানো যায়নি।

Kolkata: বেহালা থেকে বারাসত, ঝড়ের দাপটে গেল একের পর এক প্রাণ! কলকাতাতেও দিকে দিকে উপড়ে পড়ল গাছ, শিয়ালদহ শাখায় ছিঁড়ল ট্রেনের তার
উপড়ে পড়ল গাছ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 01, 2025 | 10:45 PM

কলকাতা: কোথাও ভেঙে পড়ল গাছ, কোথাও আবার ছিঁড়ে গেল ওভারহেডের তার। থমকে গেল ট্রেন। কোথাও আবার বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে নামল অন্ধকার। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তুমুল ঝড়-বৃষ্টি জেলায় জেলায়। হাওড়া থেকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গেল একের পর এক জেলা। কলকাতার একাধিক জায়গায় বৃষ্টিতে জমল জল। সূর্য সেন স্ট্রিটে গাড়ির উপর উপড়ে পড়ল গাছ। প্রবল ঝড়ে নিউটাউনে কারিগরি ভবন সংলগ্ন রাস্তায় ভেঙে পড়ল গাছ। 

নিউ টাউন বাসস্ট্যান্ডের কাছে সিটি স্কোয়ার খাদ্য মেলার বিজ্ঞাপন দিয়ে লাগানো তোরণ ভেঙে পড়ল রাস্তায়। বেশ কিছুক্ষণের জন্য ব্যাপক যানজটও হয় রাস্তায়। একই ছবি বেহালাতেও। বেহালা ইউনিট পার্কে ঝড়ে দাপটে বিদ্যুতের তারের উপর একটি গাছ ভেঙে পড়ে। সেই গাছের নিচেই চাপা পড়ে যান মিনা ঘোষ (৪৫) নামে এক মহিলা। তাঁকে আর প্রাণে বাঁচানো যায়নি। এলাকাতেই বিদ্যুৎপৃষ্ট হন আরও এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বারাসতের ইন্দিরা কলোনিতে একটি ঘরের উপর গাছ উপড়ে পরে। ঘরের মধ্যে শুয়ে ছিলেন বছর ত্রিশের গোবিন্দ বৈরাগী। তিনি গাছের নিচে চাপা পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে আর বাঁচানো যায়নি। অন্যদিকে বিরাটি মধ্যমগ্রাম এর মাঝে ওভারহেডের তার ছিঁড়ে গিয়ে ট্রেন চলাচলে ব্যঘাত ঘটে। বেশ কিছু ট্রেন দেরিতেও চলে। 

ঘরের উপড়ে পরে। ঘরের মধ্যে শুয়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়। বছর ত্রিশের গোবিন্দ বৈরাগী ঝড়ের সময় ঘরের মধ্যে শুয়ে ছিলেন। স্থানীয় মানুষ তাকে গাছ কেটে ঘর থেকে বার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বৃষ্টির দাপট দেখা যায় হাওড়ার বালি,বেলুড়, সালকিয়া, শিবপুর, রামরাজাতলা, লিলুয়া এবং ঘুসুড়িতেও।