Train Cancelled: বাতিল করা হল একাধিক ট্রেন, বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন তালিকা…

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Sep 19, 2023 | 6:10 AM

Purulia: আবারও রেল অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। বুধবার ভোর থেকে পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর রেল স্টেশনে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ঘোষণা করেছে আদিবাসী কুড়মি সমাজ। এর আগে কুড়মি আন্দোলনের জেরে টানা ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।

Train Cancelled: বাতিল করা হল একাধিক ট্রেন, বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন তালিকা...
বাতিল গোড্ডা-টাটানগর এক্সপ্রেসও।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: প্রস্তাবিত কুর্মি আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল। মঙ্গলবার বাতিল করা হয়েছে, 13404 ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস, 18186 গোড্ডা–টাটানগর এক্সপ্রেস। এছাড়াও বাতিলের তালিকায় আছে পূর্ব রেলওয়ে সিস্টেমের মধ্য দিয়ে যাওয়া সাতটি ট্রেনও। 17007 সেকেন্দ্রাবাদ-দ্বারভাঙা এক্সপ্রেস, 28182 কাটিহার-টাটানগর এক্সপ্রেস, 22511 লোকমান্য তিলক টার্মিনাল-কামাখ্যা এক্সপ্রেস, 15662 কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস, 15028 গোরক্ষপুর-হাতিয়া মৌর্য এক্সপ্রেস, 13288 রাজেন্দ্রনগর টার্মিনাল-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস ও 07052 রাক্সৌল-সেকেন্দ্রাবাদ স্পেশাল। সোমবারই দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বাতিল ট্রেনের তালিকা জানিয়ে দেওয়া হয়েছে।

আবারও রেল অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। বুধবার ভোর থেকে পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর রেল স্টেশনে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ঘোষণা করেছে আদিবাসী কুড়মি সমাজ। এর আগে কুড়মি আন্দোলনের জেরে টানা ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। একের পর এক ট্রেন বাতিল করতে কিংবা অন্য পথে ঘুরিয়ে চালাতে বাধ্য হয়েছে রেল। এবার আন্দোলনের প্রথম দিনেই একাধিক ট্রেন বাতিল। মূলত যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, ১৯ তারিখ ছাড়লেও গন্তব্য়ে পৌঁছতে বুধবার। যদিও দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যেই চিঠি দিয়ে এই অবরোধ না করার অনুরোধ জানানো হয়েছে।

তফশিলি উপজাতি মর্যাদার দাবিতে এর আগেও আন্দোলনে নেমেছে কুড়মি সম্প্রদায়। কালচারাল রিসার্চ ইন্সটিটিউট বা সিআরআইয়ের রিপোর্টে প্রয়োজনীয় অনুমোদনের দাবি-সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মিদের ভাষা কুড়মালিকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার দাবি বহুদিনের। সেই দাবি আবারও জোরাল হচ্ছে।

Next Article