SFI: সৃজন-প্রতিকুরের ছাড়া SFI-এর ব্যাটন ধরলেন দেবাঞ্জন-প্রণয়

SFI: উল্লেখ্য, এসএফআইয়ের ইতিহাসে এই প্রথম উত্তরবঙ্গের কাউকে দায়িত্ব দেওয়া হল। কারণ, কোচবিহারের ছাত্র নেতা প্রণয় কার্য্যী হয়েছেন নতুন সভাপতি। বস্তুত, দীর্ঘ ছ'বছর ধরে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর ব্যাটন ছিল সৃজন ভট্টাচার্য ও প্রতিকুর রহমানের হাতেই।

SFI: সৃজন-প্রতিকুরের ছাড়া SFI-এর ব্যাটন ধরলেন দেবাঞ্জন-প্রণয়
দেবঞ্জন দে,প্রণয় কার্য্যী ও সৌভিক দাস বক্সীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 24, 2024 | 11:46 AM

কলকাতা: আজ মালদহে শেষ হচ্ছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের ৩৮তম রাজ্য সম্মেলন। সেখান থেকেই নতুন নেতৃত্ব নির্বাচিত হল এসএফআই-এর। নবনির্বাচিত সম্পাদক হলেন দেবঞ্জন দে।
সভাপতি করা হল প্রণয় কার্য্যী এবং নবনির্বাচিত ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক হলেন সৌভিক দাস বক্সী।

উল্লেখ্য, এসএফআইয়ের ইতিহাসে এই প্রথম উত্তরবঙ্গের কাউকে দায়িত্ব দেওয়া হল। কারণ, কোচবিহারের ছাত্র নেতা প্রণয় কার্য্যী হয়েছেন নতুন সভাপতি। বস্তুত, দীর্ঘ ছ’বছর ধরে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর ব্যাটন ছিল সৃজন ভট্টাচার্য ও প্রতিকুর রহমানের হাতেই। বিভিন্ন বাধাকে টপকে ‘ভঙ্গুর’ সংগঠনকে শক্ত করেছেন তাঁরা। কিন্তু মেয়াদ ফুরিয়ে সৃজন ও প্রতিকুরের জুটির। ফলে চাপানউতোর তৈরি হচ্ছিল।

প্রথম থেকেই নাম উঠে আসছিল কলকাতা জেলা সংগঠনের সভাপতির দায়িত্ব সামলানো দেবাঞ্জন দে-র। লড়াকু-পরিশ্রমী হিসাবে পরিচয় দিয়ে দলে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। সম্প্রতি কলকাতা জেলা সংগঠনে বদল হয়েছে। এসএফআই-এর কলকাতা জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন বর্ণনা মুখোপাধ্যায়। সম্পাদক হয়েছেন দিধীতি রায়। একদিকে যখন জেলা কমিটিতে দুই মহিলা মুখকে তুলে আনা হয়েছে, তখন দীর্ঘদিন কলকাতা জেলা সংগঠনের দায়িত্ব সামলানো দেবাঞ্জনকে কি এবার দেখা যেতে পারে নতুন ভূমিকায়? সেই জল্পনাকেই এবার সত্যি করে ৩৮তম রাজ্য সম্মেলনে ঠিক করা হল নবনির্বাচিত সম্পাদক হবেন দেবাঞ্জন দে।