Messi in Kolkata: গাড়িতে আটকে রইলেন, যুবভারতীতে ঢুকতেই পারলেন না শাহরুখ

Shahrukh Khan: শনিবার সকালেই কলকাতায় উপস্থিত হন শাহরুখ খান। সঙ্গে ছিলেন ছেলে আব্রামও। ছেলে আব্রামের সঙ্গে লিওনেল মেসির ছবিও তুলে দেন বলিউড বাদশা শাহরুখ। শহরের পাঁচতারা হোটেলে আব্রামকে এদিন মেসি, তার সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের সঙ্গে কিছু ছবি তুলতেও দেখা যায়।

Messi in Kolkata: গাড়িতে আটকে রইলেন, যুবভারতীতে ঢুকতেই পারলেন না শাহরুখ
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 13, 2025 | 2:41 PM

কলকাতা: শহরে আসবেন লিওনেল মেসি। চোখের সামনে ফুটবলের ভগবানকে দেখবেন ভক্তরা। একসঙ্গে মঞ্চে উঠবেন শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্য়ায়, সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- সব প্ল্যান তৈরি ছিল। সকাল থেকে অনুষ্ঠান শুরুও হয় নির্দিষ্ট সময়ে। পৌঁছে যান মেসি। কিন্তু তারপর যে চরম বিশৃঙ্খলা তৈরি হল, তা নজিরবিহীন। এমন পরিস্থিতি কখনও দেখেনি ফুটবলপ্রেমী বাঙালি। আর এই পরিস্থিতিতে মাঠে প্রবেশ করতে পারলেন না শাহরুখ খানও।

শনিবার সকালেই কলকাতায় উপস্থিত হন শাহরুখ খান। সঙ্গে ছিলেন ছেলে আব্রামও। ছেলে আব্রামের সঙ্গে লিওনেল মেসির ছবিও তুলে দেন বলিউড বাদশা শাহরুখ। শহরের পাঁচতারা হোটেলে আব্রামকে এদিন মেসি, তার সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের সঙ্গে কিছু ছবি তুলতেও দেখা যায়। এরপরই স্টেডিয়ামের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শাহরুখের। কিন্তু মঞ্চে প্রবেশই করতে পারলেন না তিনি।

এদিন মেসি যখন মাঠ পরিক্রমা শুরু করেন ঠিক তখনই হঠাৎ বিশৃঙ্খলার সূত্রপাত হয়। গ্যালারি থেকে ছোড়া শুরু হয় বোতল। মাঝপথেই বের করে নিয়ে যাওয়া হয় মেসিকে। ঠিক ওই সময়ই গাড়িতে অপেক্ষা করছিলেন শাহরুখ খানও। বিশৃঙ্খলার পরিস্থিতিতে তিনি ঢুকতে পারেননি। অপেক্ষা করেই ফিরে যেতে হয় তাঁকে।

পুরো ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে পুলিশ-প্রশাসন, আয়োজকদের ভূমিকা নিয়েও। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।