Shankar Ghosh: বিধানসভায় ধুন্ধুমার, পড়ে গিয়ে বুকে ব্যথা শঙ্কর ঘোষের, SSKM-কে নিয়ে যাওয়ার নির্দেশ

Shankar Ghosh: শঙ্কর ঘোষ বলেন, "শরীরটা খারাপ লাগছে। প্রেসারটা অনেকটা বেড়েছে। আসলে যেভাবে ফেলে দেওয়া হয়েছে, তাতে মাথাতেও লেগেছে। চিকিৎসকরা হাসপাতালে যেতে বলছেন। আমি একবার যাব।"

Shankar Ghosh: বিধানসভায় ধুন্ধুমার, পড়ে গিয়ে বুকে ব্যথা শঙ্কর ঘোষের, SSKM-কে নিয়ে যাওয়ার নির্দেশ
বিধানসভায় শঙ্কর ঘোষ Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 23, 2025 | 4:08 PM

কলকাতা: চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড, আর তা ঘিরে সোমবার দিনভর উত্তপ্ত বিধানসভা। বিধানসভার কর্মী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতি-ধস্তাধস্তি। টেবিল-চেয়ার, লাইট, ভাঙার অভিযোগ ওঠে। চলে ব্যাপক ধস্তাধস্তি। আর তারই মধ্যে আহত হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভার চিকিৎসক প্রাথমিকভাবে  তাঁকে দেখেন। এরপর অবিলম্বে শঙ্কর ঘোষকে কার্ডিওলজিস্টকে দেখানোর পরামর্শ করেন তিনি। শঙ্কর ঘোষকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

শঙ্কর ঘোষ বলেন, “শরীরটা খারাপ লাগছে। প্রেসারটা অনেকটা বেড়েছে। আসলে যেভাবে ফেলে দেওয়া হয়েছে, তাতে মাথাতেও লেগেছে। চিকিৎসকরা হাসপাতালে যেতে বলছেন। আমি একবার যাব।”

আপাতত হেয়ার স্ট্রিট থানায় যাচ্ছেন শঙ্কর ঘোষ। সঙ্গে রয়েছে, দিবাকর ঘরামী,
অম্বিকা রায়, শান্তনু প্রামানিক-সহ ৬/৭ জন বিধায়ক।

সোমবার বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড হন বিজেপির চার বিধায়ক — অগ্নিমিত্রা পাল, দীপক বর্মণ, মনোজ ওঁরাও এবং শঙ্কর ঘোষ। তাঁদের বার করে দেওয়ার জন্য মার্শাল ডাকেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, রক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে কক্ষেই পড়ে যান বিজেপির মুখ্যসচেতক শঙ্কর। বিজেপির অভিযোগ, বিধায়কের চশমা ভেঙে গিয়েছে। এর পরেই অধিবেশনকক্ষ থেকে ওয়াকআউট করেন বিধায়কেরা।