Messi in Kolkata: যুবভারতীকাণ্ডে র‍্যাপিড অ্যাকশন মমতার পুলিশের, গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু

Kolkata Police: সরাসরি আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল পুলিশকে। ডিজি বললেন, আয়োজকদের বলা হয়েছে টাকা ফেরত দিতে। অন্যদিকে জাভেদ শামিম বললেন, “অভিযোগ হচ্ছে, এফআইআর হবে। কোথায় কোথায় সমস্যা আছে, কারা কারা দোষী সবই তদন্ত করে দেখা হবে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টা দেখছে।”

Messi in Kolkata: যুবভারতীকাণ্ডে র‍্যাপিড অ্যাকশন মমতার পুলিশের, গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু

| Edited By: জয়দীপ দাস

Dec 13, 2025 | 3:11 PM

কলকাতা: বেনজির বিশৃঙ্খলা যুবভারতীতে। মেসির মাঠ ছাড়তেই ভয়ঙ্কর ছবি। হতবাক দেশ, অবাক বিস্ময়ে দেখল বিশ্ব। বিরোধীরা বলছেন, মাথা হেঁট হল বাংলার। রাজনৈতিক, নাগরিক মহলে চরম চাপানউতোরের মধ্যেই যুবভারতী থেকে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্য পুলিশের কর্তারা। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কমার, ছিলেন এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিমও। সরাসরি আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল পুলিশকে। ডিজি বললেন, আয়োজকদের বলা হয়েছে টাকা ফেরত দিতে। অন্যদিকে জাভেদ শামিম বললেন, “অভিযোগ হচ্ছে, এফআইআর হবে। কোথায় কোথায় সমস্যা আছে, কারা কারা দোষী সবই তদন্ত করে দেখা হবে। পুলিশ অত্যন্ত গুরুত্বের  সঙ্গে বিষয়টা দেখছে।” 

পুলিশ যে কোনওভাবেই দোষীদের রেয়াত করবে না তা এদিন জোর দিয়েই বলতে দেখা যায় জাভেদ শামিমকে। বলেন, “যাঁরা যাঁরা এর জন্য দায়ী কাউকেই ছাড়া হবে না, শাস্তি পাবেনই।” এদিকে শুরু থেকেই জানা গিয়েছিল গোটা উদ্যোগের নেপথ্যে রয়েছেন শতদ্রু দত্ত। তাঁর বিরুদ্ধে কী এফআইআর হয়েছে, তাঁকে কী আটক করা হয়েছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জাভেদ শামিম স্পষ্টতই জানান, হ্যাঁ এফআইআর প্রক্রিয়া চলছে। ওনাকে আটক করা হয়েছে। এরপরে যে আইন পদক্ষেপ আছে করা হবে। 

যদিও এর কিছুক্ষণের মধ্যেই জানা যায় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে শতদ্রু দত্তকে। দ্রুত তাঁর জিজ্ঞাসাবাদও শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। এখন সেই জেরা থেকে কী উঠে আসে সেদিকে নজর থাকছে। একা শতদ্রু নাকি আরও কারও নাম সামনে আসবে সেদিকেও নজর থাকছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় মেসির কাছে ক্ষমাও চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে।