কলকাতা: রবিবার (৫ ডিসেম্বর) বিয়ে করলেন সিপিআইএমের যুবনেতা শতরূপ ঘোষ। কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, কেবল মাত্র সইসাবুদ করেই বিয়ে হবে শতরূপের। পাত্রী পহেলি সাহা, শতরূপের দীর্ঘদিনের বান্ধবী। কোনও ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, শুধুমাত্র বিয়ের আইনি নথিভুক্তিকরণের মাধ্যমেই বিয়ে সারলেন তাঁরা। আর অনুজ রাজ্য কমিটির সদস্যর বিবাহের নথিভুক্তি পত্রে সাক্ষী হিসেবে স্বাক্ষর করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
রুবি হাসপাতালের কাছে বিষ্ণু বিজলী গার্ডেনে বসেছিল বিবাহের আসর। বিবাহের অনুষ্ঠানে বিমান বসু ছাড়াও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত-সহ সিপিআইএম-এর বহু নেতা-নেত্রীই উপস্থিত ছিলেন শতরূপ ঘোষের বিবাহে। ছাত্র আন্দোলনের মধ্য থেকেই উঠে এসেছেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ। তাই স্বাভাবিকভাবেই তাঁর বিবাহে সিপিআইএম-এর যুব ও ছাত্র শাখার নেতৃত্বও উপস্থিত ছিলেন। শতরূপের দীর্ঘদিনের বন্ধু, প্রয়াত সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা তথা অভিনেত্রী উষশী চক্রবর্তীকেও দেখা গিয়েছে বিবাহ বাসরে। ছিলেন আরেক বাম ঘনিষ্ঠ অভিনেত্রী শ্রীলেখা মিত্রও।
আশুতোষ কলেজে পড়ার সময়ই পহেলি সাহার সঙ্গে আলাপ হয়েছিল শতরূপের। পহেলিও বাম মতাদর্শেই বিশ্বাসী। একসময় আশুতোষ কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকও ছিলেন। বর্তমানে অবশ্য সক্রিয়ভাবে রাজনীতিতে নেই পহেলি। কলকাতার এক জনপ্রিয় প্রযোজনা সংস্থায় এক প্রযোজনা সংস্থায় জনসংযোগ প্রধান হিসেবে কাজ করেন তিনি। টলি পাড়ার অন্দরে বেশ পরিচিত মুখ। কলেজ রাজনীতিতে একসঙ্গে পোস্টার লেখা, দেওয়াল লেখা। তারপর বিভিন্ন মিছিলে, মিটিং-এ একসঙ্গে পা মেলাতে মেলাতেই বেড়েছিল শতরূপ ও পহেলির ঘনিষ্ঠতা। সেই ঘনিষ্ঠতাতেই এদিন সিলমোহর লাগালেন দুজনে।