Pujoy Pulse: ‘লড়াই’ চালিয়েছেন মাতৃভাষার জন্য, বাংলার এই অন্য ‘দুর্গা’কে চেনেন?
Pujoy Pulse in Durga Puja: প্রেসিডেন্সি থেকে স্নাতক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা। বিদেশি ভাষায় কাজ করেও, তাঁর প্রাণে থেকে আমরি বাংলা ভাষা। আর সেই ভাষাকেই ধ্রুপদী স্বীকৃতি অর্জনে লড়াই চালিয়েছেন তিনি।
কলকাতা: সম্প্রতি কেন্দ্রের কাছে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বাংলা ভাষা। এই স্বীকৃতি দাবিদার অনেকেই। যেমন রয়েছে রাজ্যের লড়াই। তেমনই রয়েছে একাধিক গবেষকদের দিন প্রতিদিনের পরিশ্রম। তাদের মধ্য়েই অন্যতম স্বাতী গুহ। বাংলা ভাষার পাশে দাঁড়িয়ে, এই ভাষার ধ্রুপদী স্বীকৃতি অর্জনের দিনের পর দিন গবেষণা চালিয়েছেন এই আইএলএসআর-র ডিরেক্টর। চলতি বছর পুজোয় পালস তুলে ধরল সেই অনন্য় নারীর কথাই।
ছোটবেলা কেটেছে এই গ্রামবাংলার জেলায় জেলায়। বাবা রাজ্য সরকারের কর্মচারী হওয়া রাজ্য়ের নানা জেলা থেকে তাঁর পড়াশোনা। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন বেথুন স্কুল থেকে। প্রেসিডেন্সি থেকে স্নাতক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা। বিদেশি ভাষায় কাজ করেও, তাঁর প্রাণে থেকে আমরি বাংলা ভাষা। আর সেই ভাষাকেই ধ্রুপদী স্বীকৃতি অর্জনে লড়াই চালিয়েছেন তিনি।
পুজোয় পালসের চোখে তিনিও ‘দুর্গা’। যিনি লড়াই চালিয়েছেন নিজের মাতৃভাষার জন্য। পাশে দাঁড়িয়েছেন নিজের মাতৃভাষার। যখন একটা বড় অংশের মধ্য়ে বাংলা নিয়ে তৈরি হয়েছে ভ্রু কুচকানো মনোভাব। বাংলাকে পেরিয়ে শুধুমাত্র বিদেশি কায়দা রপ্ত করতে জোর দিয়েছে এই সমাজ। সেই কালবেলায় তিনি দাঁড়িয়েছেন নিজের ভাষার পাশে। এদিন স্বাতী গুহ বললেন, ‘গতবছর কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। আমার মনে হয়, যখন আমি গর্ব করে বলব, বাংলাও একটি ধ্রুপদী ভাষা। তখনই এই ভাষা শেখা ও চর্চার ব্যাপারটা উঠে আসবে।’