Sheikh Shahjahan: সহযোগিতা করছেন না শাহজাহান, ইডি আদালতে হাজিরার নির্দেশ

সুজয় পাল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 01, 2024 | 1:12 PM

Sheikh Shahjahan arrest by Ed: আজ শুনানির শুরুতেই বিচারকের কাছে ইডি-র আইনজীবী শাহাজানকে আদালতে পেশ করার আবেদন করেন। তাঁর যুক্তি, শাহজাহানকে জেলে গিয়ে জেরার সময় বেশকিছু নাম নিয়ে প্রশ্ন করা হয়। নথি দেখিয়ে জেরা করা হয়। কিন্তু সহযোগিতা করেনি।

Sheikh Shahjahan: সহযোগিতা করছেন না শাহজাহান, ইডি আদালতে হাজিরার নির্দেশ
শেখ শাহজাহান
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: সিবিআই-এর পর শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে ইডিও। জেলে দীর্ঘ সময় জেরার পর কোনওরকম সহযোগিতা না করায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। ইডি শ্যোন অ্যারেস্ট করে। এ দিকে, সোমবার বিকেলেই শেখ শাহাজাহানকে ইডি আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত।

আজ শুনানির শুরুতেই বিচারকের কাছে ইডি-র আইনজীবী শাহাজানকে আদালতে পেশ করার আবেদন করেন। তাঁর যুক্তি, শাহজাহানকে জেলে গিয়ে জেরার সময় বেশকিছু নাম নিয়ে প্রশ্ন করা হয়। নথি দেখিয়ে জেরা করা হয়। কিন্তু সহযোগিতা করেনি। তাই পলাতক ব্যক্তিরা যাতে নাগালের বাইরে চলে না যান সেই কারণে আজই আদালতে পেশ করে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে জানান আইনজীবী। আজ বিকেল চারটে নাগাদ হাজিরার নির্দেশ।

উল্লেখ্য়, গত ৫ ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাতে সন্দেশখালিতে গিয়েছিল ইডি। সেইদিন দলবল জুটিয়ে ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ উঠেছিল। মারধর, ল্যাপটপ ছিনতাইয়ের মত একাধিক অভিযোগ সামনে আসে। ঘটনার তদন্তে নেমেছিল সিবিআই। ৫৫ দিন পর গ্রেফতার হন শেখ শাহজাহান। রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করলেও তদন্তের সূত্র ধরে কেন্দ্রীয় সংস্থার হেফাজতে শেখ শাহজাহান। সিবিআইয়ের হাত থেকে এবার ইডির হাতে শাহজাহান। জানা গিয়েছে, জমি দখলের মামলায় গ্রেফতার করা হয় তাঁকে।

 

Next Article