
কলকাতা: হিরণের পর রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন অর্জুন সিংয়ের। অর্জুনের সাফ কথা, রাজ্যপালকে কোথাও দেখা যাচ্ছে না। প্রশ্ন তুললেন রেলের ভূমিকা নিয়ে। দেখা মাত্র গুলির নির্দেশ দিলে খালি করতে একদিন লাগবে। মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি বিধায়কের।
খানিক ক্ষোভের সঙ্গেই অর্জুন বলছেন, “রাজ্যপালের ভূমিকা তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। বিরোধী দলনেতা কোর্টে গিয়েছিলেন। আমি হাইকোর্টকে তাঁদের নির্দেশের জন্য ধন্যবাদ জানাই। কিন্তু, আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে। যেখানে যে উপদ্রব করবে দেখা মাত্রই গুলি করার অর্ডার লাগবে। আজকে রেল বোর্ড কেন শ্যুট অ্যাট সাইটের অর্ডার করছে না সম্পত্তি নষ্ট হওয়ার পরেও?”
অন্যদিকে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ও। তিনি বলছেন, “পশ্চিমবঙ্গে সাংবিধানের রক্ষা কর্তা রাজ্যপাল। যে রাজ্যপাল এই রাজ্যের নন, কেরল থেকে এসেছেন। ফলে তিনি অ আ ক খ শেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বসে থাকেন। ফলে ওনার সময় নেই পশ্চিমবঙ্গের দুরাবস্থার দিকে দেখার! শুধু মাঝেমধ্যে অ আ ক খ শিখতে যাচ্ছেন।”