
কলকাতা: আবারও কসবায় চলল গুলি। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে চলেছে গুলি। খালের পাশে পরিত্যক্ত জায়গায় আড্ডার সময় গুলি চলেছে বল খবর। গুলিবিদ্ধ যুবক বর্তমানে ভর্তি হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, আহত যুবকের নাম অভিজিৎ নাইয়া (২১)। তিনি কসবা থানার অন্তৰ্গত প্রান্তিকপল্লীর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর,খালের পাশে পরিত্যক্ত জায়গায় বসে বেশ কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন গতকাল রাতে। আচমকাই রাত এগারোটা নাগাদ গুলির শব্দ শোনা যায়। তখনই আহত যুবকের বাঁ হাতের তালুতে গুলি লাগে বলে খবর।
যেখানে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছেন সেখানে বেশ কিছু মদের বোতল,খাবারের প্যাকেট পড়েছিল। এমনকী, খাবারের প্লেটে রক্তের ছিটে লেগেছিল জানা গিয়েছে। ঘটনাস্থলে এখনও পড়ে রয়েছে কার্তুজের খোল। ইতিমধ্যে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয়েছে তদন্ত। যেখানে শ্যুটআউট হয়েছিল সেখানে সার্চ অপারেশন হয়েছে গতকাল। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে তাঁরা। যদিও, আহত যুবকের পরিবারের লোকজন এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
বস্তুত, গত বছর অর্থাৎ ২০২৪ সালের ১৫ নভেম্বর এই কসবাতেই গুলি চলেছিল। ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে তাঁরই বাড়ির সামনে ক্ষ্য করে গুলি চলায় দুষ্কৃতীরা। তার ঠিক এক বছর পরই আরও একবার তাঁরই বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে চলল গুলি। কিন্তু কেন? বারবার কেন এই ঘটনা ঘটছে? এই নিয়েই প্রশ্ন তুলছেন সকলে।