Nabanna: বাংলায় SIR জল্পনার মাঝেই বিরাট প্রশাসনিক রদবদল, ১৭ IAS সহ বদলি মোট ৬৪ আধিকারিক
এই আবহের মধ্যেই এবার বদলি সতেরো আমলার। বদলি করা হয়েছে দশ জেলার ডিএম (DM)-কেও। একসঙ্গে সতেরো জন IAS-এর এভাবে বদলি এ রাজ্যে এর আগে হয়েছে কি না তা ভীষণই নজিরবিহীন। যাঁরা যাঁরা বদলি হয়েছেন তাঁদের মধ্যে অধিকাংশই জেলা শাসক। জানা যাচ্ছে বদলি হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়ার মতো একাধিক জেলার জেলাশাসক বদলি হয়েছে।

কলকাতা: সোমবার বিকেলে বৈঠক করতে চলছে জাতীয় নির্বাচন কমিশন। তারপর থেকেই জল্পনা বাড়ছে, তবে কি আজই কি বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা(SIR) শুরু হতে চলেছে? এই আবহের মধ্যেই এবার বদলি সতেরো আমলার। বদলি করা হয়েছে দশ জেলার ডিএম (DM)-কেও। একসঙ্গে সতেরো জন IAS-এর এভাবে বদলি এ রাজ্যে এর আগে হয়েছে কি না তা ভীষণই নজিরবিহীন। যাঁরা-যাঁরা বদলি হয়েছেন তাঁদের মধ্যে অধিকাংশই জেলা শাসক। জানা যাচ্ছে, বদলি হয়েছেন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়ার মতো একাধিক জেলার জেলাশাসক। এছাড়ও জানা যাচ্ছে, এসডিও, ওএসডি এবং অতিরিক্ত জেলাশাসক মিলিয়ে মোট ৬৪ জন আধিকারিককে বদলি করেছে নবান্ন। যে বিজ্ঞপ্তি নবান্নের তরফে জারি করা হয়েছে, সেখানে ১০ জন জেলাশাসক, ২৪ জন এডিএম ও ১৫ জন এসডিও আর ১০ জন ওএসডি রয়েছেন।
কে কোথায় বদলি হয়েছেন জেনে নিন
উত্তর ২৪ পরগনার জেলাশাসক IAS শরদ কুমার দ্বিবেদীকে বদলি করা হয়েছে স্বাস্থ্য ও জনকল্যাণ দফতরে।
দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক IAS সুমিত গুপ্তা বদলি হয়েছে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার পদে।
হিডকোর ম্যানেজিং ডিরেক্টর IAS শশাঙ্ক শেঠি বদলি হয়ে যাচ্ছেন উত্তর ২৪ পরগনায়। তিনি সেখানকার জেলা শাসকের দায়িত্ব সামলাবেন।
কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এবার দক্ষিণ ২৪ পরগনার DM হচ্ছেন।
মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র এবার সামলাবেন HIDCO
পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দ এবার থেকে পর্যটন বিভাগের ডিরেক্টর পদে বসছেন।
দার্জিলিং-এর জেলাশাসক প্রীতি গয়াল যাচ্ছেন মালদহের জেলাশাসক হয়ে।
আর মালদহের জেলাশাসক নীতীন সিংঘানিয়া এবার মুর্শিদবাদের জেলাশাসক হয়ে যাচ্ছেন।
হলদিয়া চিফ এক্সিকিউটিভ অফিসার কোন্ঠাম সুধীর জেলা শাসক হচ্ছেন।
কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার ধবল জৈন এবার জেলাশাসক হচ্ছেন বীরভূমের
পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন ইউনিস ঋষিন ইসমাইল
কোচবিহারের নতুন জেলাশাসক রাজু মিশ্র
উত্তর ২৪ পরগনার ADM রাজু মিশ্র এবার সামলাবেন ঝাড়গ্রাম
ADM উত্তর ২৪ পরগনা মনীষ মিশ্র বদলি হয়েছেন দার্জিলিংয়ে
বীরভূমের জেলাশাসক বিধান চন্দ্র রায় খাদ্য ভবনের স্পেশ্যাল সেক্রেটারি হয়ে আসছেন
ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বদলি হয়েছেন উত্তর ২৪ পরগনার উন্নয়ন বিভাগের স্পেশাল সেক্রেটারি
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি এবার স্পেশাল সেক্রেটারি হচ্ছেন UD এবং MA বিভাগে।
ভোটের আগে এই ধরনের বদলি মূলত নির্বাচন কমিশনের নির্দেশে হয়ে থাকে। তবে কমিশনের কিছু বলার আগেই এতজনের বদলি একসঙ্গে করল নবান্ন। এরপর থেকেই প্রশ্ন উঠছে, তবে কি কমিশন পক্ষপাতিত্বের কোনও অভিযোগ করতে না পারে সেই কারণেই আগেভাগে এত বড় সংখ্যক বদলি করল নবান্ন?
