Shweta Khan Case: বাঁকড়ায় পর্নোগ্রাফিকাণ্ডে এবার আসরে জাতীয় মহিলা কমিশন, ডিজিপি-কে বড় বার্তা

Shweta Khan Case: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি লিখেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির কথা বলেন। একইসঙ্গে নির্যাতিতার বিনামূল্যে চিকিৎসা এবং মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার কথাও চিঠিতে লেখেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।

Shweta Khan Case: বাঁকড়ায় পর্নোগ্রাফিকাণ্ডে এবার আসরে জাতীয় মহিলা কমিশন, ডিজিপি-কে বড় বার্তা
ডিজিপিকে চিঠিতে কী লিখলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন?Image Credit source: Social Media

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 11, 2025 | 2:00 PM

কলকাতা: হাওড়ার বাঁকড়ায় দেহব্যবসা ও পর্ন ভিডিয়ো কাণ্ডে এবার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের (NCW)। পানিহাটির যুবতীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল তারা। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি লিখলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির কথা বললেন।

কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনার পানিহাটির এক যুবতীকে বাঁকড়ার ফ্ল্যাটে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে শ্বেতা খান ও তাঁর ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে। ওই ফ্ল্যাটে পর্ন ভিডিয়ো শ্যুটের কথা জানা যায়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, সংবাদমাধ্যমে তারা জানতে পেরেছে, পর্ন শ্যুটিংয়ে রাজি না হওয়ায় পানিহাটির ওই যুবতীকে আটকে রেখে নির্যাতন করা হয়। রড দিয়ে মারধর করা হয়েছে।

এই ঘটনায় দ্রুত পদক্ষেপের কথা জানিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি লিখেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির কথা বলেন। একইসঙ্গে নির্যাতিতার বিনামূল্যে চিকিৎসা এবং মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার কথাও চিঠিতে লেখেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। এই ঘটনায় কী কী পদক্ষেপ করা হয়েছে, বিস্তারিতভাবে তা জানিয়ে ৩ দিনের মধ্যে জাতীয় মহিলা কমিশনে রিপোর্ট পাঠাতেও বলা হয়েছে।

এদিকে, এদিনই গল্ফগ্রিন থেকে অভিযুক্ত আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও অধরা শ্বেতা। তাঁর খোঁজে তল্লাশি চলছে। শ্বেতার খোঁজে তাঁর মাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টালিগঞ্জ এলাকা থেকে শ্বেতার শিশুকন্যাকে উদ্ধার করেছে পুলিশ।