কলকাতা: সংখ্যালঘু বিত্তনিগমের অনুষ্ঠানে বিস্ফোরক গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেন, “আমি বা আমার মতো লোকেরা দলের জন্য যত শ্রম দিয়েছি… জানি না নবান্ন কতটা এর মূল্য দিয়েছে। এত বড় কথা বলে গেলাম।” শাসকদলের বিড়ম্বনা বাড়িয়ে মন্তব্য করলেন গ্রন্থাগারমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, ঘুরিয়ে সংখ্যালঘু উন্নয়ন নিয়েই প্রশ্ন তুললেন সিদ্দিকুল্লা।
এর আগে ওয়াকফ ইস্যুতে জমিয়তে উলেমার অন্যতম মুখ তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে দলের অবস্থানের একটা দূরত্ব তৈরি হয়েছিল। ওয়াকফ বিলের বিরোধিতায় দলের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সে সময়ে সিদ্দিকুল্লা দাবি করেছিলেন, তাঁকে এই মিছিলের বিষয়ে কিছু জানানোই হয়নি।
একই ইস্যুতে সুর চড়িয়ে আলাদা কর্মসূচির ডাক দিয়েছিল জমিয়তে উলেমা। ,সে সময়ে একেবারে চাঁচাছোলা ভাষায় কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকেও আক্রমণ করেছিলেন। স্পষ্ট ভাষায় বলেন, “ববি হাকিম রাজনীতিতে আমার চেয়ে অনেক বড়। কিন্তু মুসলমানদের নিয়ে লড়াই আন্দোলনে আমার সংগঠনের ধারে কাছে কেউ নেই।” তাঁর এ মন্তব্য নিয়েই তখন জোর চর্চাও হয়। এবার আরও একবার বোমা ফাটালেন সিদ্দিকুল্লা।