কলকাতা: রবিবার সাতসকালে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন বিভ্রাট। বর্ধমান স্টেশনে সিগনালিং পয়েন্টে সমস্যার জন্য যাত্রাপথে আটকে রইল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। প্রায় ৩৫ মিনিটের বেশি সময় ধরে ট্রেনটি আটকে থাকে বলে খবর। সূত্রের খবর, বর্ধমান স্টেশনে এদিন সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ সিগন্যালে ক্রুটি ধরা পড়ে। সে কারণে বেশ কিছু লোকাল ট্রেন দেরিতে চলে। এদিন সকাল ৫টা ৫৫ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে জলপাইগুড়ির উদ্দেশে ছাড়ে। কিন্তু, বর্ধমান যেতেই ঘটে বিপত্তি। সিগন্যালিংয়ের সমস্যার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে যায় ট্রেনটি। ৬টা ৫১ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত আটকে থাকে ট্রেনটি। তারপর সিগন্যালিংয়ের সমস্যা মিটলে ফের গড়ায় ট্রেনের চাকা।
তবে সমস্যা যে এদিন সকাল থেকে হচ্ছে এমনটা নয়। শনিবার রাতেও ট্রেন চলাচলে ঘটে ব্যাঘাত। শনিবার রাত ১০টা ১০ মিনিটের যে লোকাল ট্রেন মেইন লাইন দিয়ে হাওড়া থেকে বর্ধমান আসার কথা ছিল সেই লোকালটি হাওড়া স্টেশন থেকে কিছুটা আসার পর কারশেডের কাছে দাঁড়িয়ে যায়। সিগন্যালিংয়ের কিছু সমস্যার জন্যই এমনটা হয় বলে সূত্রের খবর। সমস্যা মেটেনি মধ্যরাত পর্যন্ত। চলে সারাইয়ের কাজ। যদিও সকাল থেকে কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি।
অন্যদিকে এদিন সকালে হাওড়া ব্যান্ডেল শাখায় ভদ্রেশ্বরের কাছে সিগন্যালে সমস্যা দেখা যায়। যে কারণে এখানে ট্রেন চলাচলে ব্যাপক সমস্যা হয়। সকালের দিকে প্রায় ঘন্টাখানেক একাধিক ট্রেন লেট ছিল বলে খবর।