
কলকাতা: বছরের শুরুতেই সুখবর। বিধায়ক তথা সঙ্গীতশিল্পীর ঘরে এল নতুন অতিথি। মা হলেন অদিতি মুন্সী। রবিবার সকালে ১০টা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন রাজারহাট-গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী। বাবা হলেন বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আগে দেবরাজ বা অদিতি কেউই এই বিষয়ে মুখ খোলেননি।
ভক্তিগীতি গেয়ে সঙ্গীতের দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন অদিতি। দেশ-বিদেশে অনুষ্ঠানের পাশাপাশি একাধিক অ্যালবামও রয়েছে শিল্পীর। রয়েছে গানের স্কুল। ২০১৮-তে রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হন তিনি। বিয়ে হয় তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে। তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। সক্রিয় রাজনৈতিক নেতা ছিলেন দেবরাজের বাবাও।
বিয়ের পর রাজনীতিতে পা দেন অদিতি। গান গাওয়ার পাশাপাশি ভোটে জিতে বিধায়ক হন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ী হন অদিতি। তারপর থেকে গান, রাজনীতি, সংসার একসঙ্গেই সামলাচ্ছেন শিল্পী। আর এবার আরও এক নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে।
অন্যদিকে অদিতির স্বামী দেবরাজ ২০১৫ সাল থেকে বিধাননগর পুরসভার কাউন্সিলর। ২০২২-এর ফেব্রুয়ারি মাসে বিধাননগর পুরনিগমের ভোটে দ্বিতীয়বার জয়ী হ হয়ে মেয়র পারিষদ হন দেবরাজ। সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে আবারও প্রার্থী হিসেবে অদিতিকে দেখা যাবে কি না, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।