SIR: তৃণমূলের সঙ্গে বৈঠকে বসতে রাজি কমিশন, ডেরেকের চিঠির এল উত্তর

SIR In WB: চিঠির উত্তরে নির্বাচন কমিশন জানায়, এসআইআর চলাকালীন সমস্ত রাজনৈতিক দলগুলির মতামত ও বক্তব্যের ওপর গুরুত্ব দিচ্ছে কমিশন। সেই হিসাবে তৃণমূল কংগ্রেসের যদি কিছু বলার থাকে, তাহলে তা তাঁরা শুনবেন। নির্বাচন কমিশনের তরফ থেকে শুক্রবার সকাল ১১ টা সময় নির্ধারিত করা হয়েছে।

SIR: তৃণমূলের সঙ্গে বৈঠকে বসতে রাজি কমিশন, ডেরেকের চিঠির এল উত্তর
কমিশনের সঙ্গে বৈঠক তৃণমূলেরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 25, 2025 | 1:58 PM

কলকাতা: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দরবারে তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকাল ১১টায় বৈঠকের সময় দিয়েছে নির্বাচন কমিশন। বৈঠক করতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেই চিঠিরই জবাব এসেছে। সোমবার রাতেই ডেরেক ও’ব্রায়েন ইমেলে কমিশনকে চিঠি করেন।

চিঠির উত্তরে নির্বাচন কমিশন জানায়, এসআইআর চলাকালীন সমস্ত রাজনৈতিক দলগুলির মতামত ও বক্তব্যের ওপর গুরুত্ব দিচ্ছে কমিশন। সেই হিসাবে তৃণমূল কংগ্রেসের যদি কিছু বলার থাকে, তাহলে তা তাঁরা শুনবেন। নির্বাচন কমিশনের তরফ থেকে শুক্রবার সকাল ১১ টা সময় নির্ধারিত করা হয়েছে। পাশাপাশি বাকি চারটি রাজনৈতিক দল, যাদের নাম আলাদা করে উল্লেখ করা হয়নি, তারাও বৈঠক করবে নির্বাচন কমিশনের সঙ্গে।

তৃণমূলের তরফে চার প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন। উল্লেখ্য, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় CEC- জ্ঞানেশ কুমারকে চিঠি করেছেন। মুখ্যমন্ত্রীর চিঠিতে ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগের বিষয়টি উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে কাজ করানো যাবে না বলে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি, বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়েও কাজ না করানোর স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও রাজ্যের সিইও অফিস কীভাবে ১ হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফ্টওয়্যার ডেভেলপার নিয়োগের প্রস্তাব দিল?’

মমতা চিঠিতে আরও একটি বিষয় উল্লেখ করেছেন, কোনও সরকারি বা আধা-সরকারি জায়গাতেই ভোটকেন্দ্র হওয়া প্রয়োজন। বেসরকারি কোনও ক্ষেত্র সাধারণ ভাবেই এই কাজের জন্য উপযুক্ত নয়।