SIR: নজরে বাংলার ৩ জেলা, রহস্যজনক ভোটারদের নিয়ে চিন্তিত কমিশন

SIR: প্রথমে জেলাশাসক ও ERO-দের সঙ্গে বৈঠক হবে। পরে বিএলআরও-দের সঙ্গে বৈঠক হবে। অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ, বাঁকুড়া। কারণ এই জেলায় ২০০২-এর ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকায় বিস্তর ফারাক রয়েছে।

SIR: নজরে বাংলার ৩ জেলা, রহস্যজনক ভোটারদের নিয়ে চিন্তিত কমিশন
বৈঠকে CEO জ্ঞানেশকুমার ভারতীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 09, 2025 | 1:54 PM

কলকাতা: বাংলায় SIR এর প্রস্তুতি তুঙ্গে। পূর্ব মেদিনীপুর জেলা সফরে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কমিশনের নজরে তিন জেলা-পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। কোলাঘাট অডিটোরিয়ামে তিন জেলার আধিকারিক ও ৫০০ বিএলও-কে নিয়ে বৈঠক করবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। বেলা দুটো থেকে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

প্রথমে জেলাশাসক ও ERO-দের সঙ্গে বৈঠক হবে। পরে বিএলআরও-দের সঙ্গে বৈঠক হবে। অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ, বাঁকুড়া। কারণ এই জেলায় ২০০২-এর ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকায় বিস্তর ফারাক রয়েছে। অর্থাৎ, যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল, তাঁদের অনেকেই ২০২৫ সালের ভোটার তালিকায় নাম খুঁজে পাচ্ছেন না। এরকম একাধিক জেলার ক্ষেত্রে এই অভিযোগ উঠলেও, বাঁকুড়ার ক্ষেত্রে এই সংখ্যাটা অত্যন্ত বেশি। যে রিজিয়নগুলোতে বেশি অভিযোগ উঠছে, তাতেই সব থেকে বেশি নজর দিচ্ছে টিম।

বুধবারই কলকাতায় এসেছে পৌঁছেছে জাতীয় নির্বাচন কমিশনের টিম। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক হয়েছে। এদিনের বৈঠক থেকে ইঙ্গিত মিলেছে ১৫ অক্টোবরের পরই বাংলায় SIR হতে পারে। কমিশন চাইছে, বিজ্ঞপ্তির আগেই এনুমারেশন ফর্ম ছাপিয়ে রাখা হোক। সেই বিষয়টি বুধবারই স্পষ্ট করে দিয়েছে কমিশন। তাতে যাতে বিহারের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেটাও সতর্ক করে দেওয়া হয়েছে। কারণ বিহারে বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ শুরু হয়। তাতে সমস্যায় পড়তে হয় কমিশনকে।  যাবতীয় কাজ ১১-১৫ অক্টোবর শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে বারবার কর্তারা ১১-১৫ অক্টোবর এই সময়সীমার উল্লেখ করেছেন।  তাতেই মনে করা হচ্ছে, ১৫ অক্টোবরের পরই বাংলায় SIR হতে পারে।

যদিও এই নিয়ে কমিশন ও বিজেপিকে একযোগে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনে উত্তরবঙ্গে বিপর্যয়, দক্ষিণবঙ্গে উৎসবের মরশুমে। তারপর মধ্যেই এই কম সময়ের ব্যবধানে কীভাবে SIR সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী।