SIR নিয়ে কতটা এগল দল? আজ ফের বৈঠকে বসছেন শুভেন্দু

SIR: প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অক্টোবরেই শুরু হতে চলেছে এই প্রক্রিয়া। সূত্রের খবর, বিজেপির তরফে এখনও পর্যন্ত ৪৫ হাজার বিএলও অর্থাৎ বুথ লেভেল এজেন্ট তৈরি করা হয়েছে। তাঁদেরকে কী করতে হবে তা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি দলের অ্যাপে প্রতিদিন কী কাজ হল তা নিয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের।

SIR নিয়ে কতটা এগল দল? আজ ফের বৈঠকে বসছেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 16, 2025 | 3:37 PM

কলকাতা:  SIR নিয়ে দল কতটা প্রস্তুত। কতদূর এগল প্রস্তুতি, বুঝতেই মঙ্গলবার সকালে সল্টলেক দফতরে বৈঠকে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অলিখিতভাবে SIR ও ভোটার তালিকা নিয়ে দলীয় নেতা কর্মীদের পাঠ দেওয়ার দায়িত্বে রয়েছেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বিএলএ-২দের নিয়ে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সেই সব কাজ কতদূর এগোল তা নিয়ে আজ বৈঠক।

কমিটিতে রয়েছেন শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়, সুনীপ দাস,  অরিজিৎ বক্সী, সোমনাথ চট্টোপাধ্যায়রা। গত ৩০ অগস্ট এই বৈঠক হয়েছিল, এরপর এদিনের বৈঠক।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অক্টোবরেই শুরু হতে চলেছে এই প্রক্রিয়া। সূত্রের খবর, বিজেপির তরফে এখনও পর্যন্ত ৪৫ হাজার বিএলও অর্থাৎ বুথ লেভেল এজেন্ট তৈরি করা হয়েছে। তাঁদেরকে কী করতে হবে তা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি দলের অ্যাপে প্রতিদিন কী কাজ হল তা নিয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের।

সূত্রের খবর, আরও বেশি সংখ্যক বিএলও বাড়াতে চায় বিজেপি। সূত্রের খবর, বিজেপি ৭০ হাজারের মতো বুথ লেভেল এজেন্ট তৈরি করতে চাইছে। এই গোটা বিষয়টি জেলা রাজ্য ও কেন্দ্রীয় নেতারা দেখবেন বলে জানানো হয়েছে। সেই অনুযায়ী দলের তরফে দেওয়া হবে প্রয়োজনীয় নির্দেশ।

বিহারের পর এবার সারা দেশেই SIR চালু করার পথে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে,  আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে। অক্টোবরে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তারপরই শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের কাজ। তবে নির্দিষ্ট করে কোনও দিনক্ষণ এখনও জানায়নি কমিশন।