
কলকাতা: বিহারকে দিয়ে শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন। বাদ পড়েছে ৬৪ লক্ষ নাম। বিতর্ক জারি রয়েছে এখনও। সুপ্রিম নির্দেশে আপাতত খসড়া তালিকা সংশোধনের প্রক্রিয়া জারি রয়েছে। আর বিহারের পরই কি এসআইআর হবে বাংলায়? সেই সম্ভাবনার কথাই এবার আরও জোরাল হচ্ছে।
সম্প্রতি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে বাংলার এসআইআর নিয়ে প্রশ্ন করা হলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এই সংক্রান্ত বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে বেশ কয়েকবার রাজ্যের নির্বাচন কমিশনের দফতরে চিঠিও এসেছে। এসআইআর নিয়ে প্রস্তুতির কথা বলা হয়েছে। এবার সেই জল্পনা আরও জোরাল হল।
কমিশন সূত্রে খবর, দেশের সর্বত্র এসআইআর শুরু না হলেও দেশের পাঁচ রাজ্যে আগে শুরু হবে এসআইআর। আর সেই তালিকায় আছে বাংলা। আসলে, কমিশন সূত্রে জানা গিয়েছে, যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানেই আগে এসআইআর হবে। ২০২৬-এ পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তার মধ্যে রয়েছে তামিলনাড়ু, কেরল, পুদুচেরী, অসম ও পশ্চিমবঙ্গ। সুতরাং বাংলার এসআইআর হওয়ার সম্ভাবনা জোরাল।
জানা যাচ্ছে, অগস্টে না হলেও সেপ্টেম্বরে বাংলায় এসআইআর হওয়ার প্রবল সম্ভাবনা। অগস্টে এসআইআর প্রস্তুতি শেষ করতে চায় কমিশন। সম্প্রতি ফের চিঠি দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ইআরও, এইরাও সহ শূন্যপদ পূরণ নিয়ে কার্যকরী রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৯ অগস্ট বিকেল পাঁচটায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিশনের।