SIR হিয়ারিংয়ে দেবকে, কী প্রশ্ন করা হল সুপারস্টারকে?
এসআইআর শুনানিতে দেব।Image Credit source: PTI

SIR হিয়ারিংয়ে দেবকে, কী প্রশ্ন করা হল সুপারস্টারকে?

|

Jan 14, 2026 | 6:19 PM

Actor Dev: এসআইআর হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। এনুমারেশন ফর্মে কোনও তথ্যে অসঙ্গতি থাকার কারণেই ডাকা হয়েছিল অভিনেতাকে। সেই মতোই আজ যাদবপুরের কাটজুনগরে শুনানি কেন্দ্রে যান দেব।

এসআইআর হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। এনুমারেশন ফর্মে কোনও তথ্যে অসঙ্গতি থাকার কারণেই ডাকা হয়েছিল অভিনেতাকে। সেই মতোই আজ যাদবপুরের কাটজুনগরে শুনানি কেন্দ্রে যান দেব। সেখানে তাঁকে দেখেই ভিড় উপচে পড়ে। সকলের সঙ্গে হাসি মুখে ছবি তোলেন দেব। দেব অটোগ্রাফ দেন। শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে এসে বলেন যে কী ভুল ছিল, তা তিনি নিজেও জানেন না। কাউকে দোষারোপ করছি না। তবে প্রবীণ নাগরিকদের নিয়ে চিন্তা, তারা বেশিক্ষণ দাঁড়াতে পারেন না।