AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Draft Voter List: ১৬ ডিসেম্বর বেরবে খসড়া ভোটার তালিকা, লিস্টে আপনার নাম আছে কি না, দেখতে হবে এইভাবে…

SIR in West Bengal: অনলাইনে যদি নাম না খুঁজে পান বা দেখতে সমস্যা হয়, তাহলে চিন্তার কারণ নেই। আপনার এলাকার বিএলও-র কাছে দেওয়া থাকবে খসড়া ভোটার তালিকার হার্ড কপি। বিএলও-র কাছ থেকে খসড়া তালিকায় নাম রয়েছে কি না, দেখতে পারবেন। 

Draft Voter List: ১৬ ডিসেম্বর বেরবে খসড়া ভোটার তালিকা, লিস্টে আপনার নাম আছে কি না, দেখতে হবে এইভাবে...
ফাইল চিত্র।Image Credit: X
| Edited By: | Updated on: Dec 12, 2025 | 9:05 AM
Share

কলকাতা: টাইম আপ! এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গতকাল অর্থাৎ ১১ ডিসেম্বর শেষ দিন ছিল ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআরের এনুমারেশন ফর্ম (Enumeration Form) জমা দেওয়ার শেষ দিন। বিএলও(BLO)-রা এসআইআর ফর্ম সংগ্রহ করে তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করেছেন। এবার খসড়া তালিকা (Draft Voter List) প্রকাশের পালা। আগামী মঙ্গলবার, ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে। এই তালিকায় নাম থাকবে কি না, তা নিয়ে ধন্দে রয়েছেন অনেকে। কীভাবে খসড়া তালিকায় নিজের নাম খুঁজবেন?

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন- দুই পদ্ধতিতেই দেখা যাবে যে এসআইআরের (SIR) প্রথম ধাপের পর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না।

অনলাইনে কীভাবে নাম দেখবেন?

  • এর জন্য প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট  eci.gov.in- এ যেতে করতে হবে।
  • এরপরে নিজের নাম ও এপিক নম্বর বসাতে হবে। 
  • ক্লিক করলেই বেরিয়ে আসবে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কি না। 
  • এছাড়া সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in ও ইসিআই নেট অ্যাপ বা জেলা নির্বাচনী আধিকারিক (DEO)-র ওয়েবসাইটে গিয়েও দেখা যাবে যে খসড়া ভোটার তালিকা নাম আছে কি না। 

অফলাইনে কীভাবে নাম দেখবেন?

অনলাইনে যদি নাম না খুঁজে পান বা দেখতে সমস্যা হয়, তাহলে চিন্তার কারণ নেই। আপনার এলাকার বিএলও-র কাছে দেওয়া থাকবে খসড়া ভোটার তালিকার হার্ড কপি। বিএলও-র কাছ থেকে খসড়া তালিকায় নাম রয়েছে কি না, দেখতে পারবেন।

বিএলও-র কাছে যেতে না পারলেও, বিএলএ-রা রয়েছেন সাহায্যের জন্য। নির্বাচন কমিশনের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বুথ লেভেল এজেন্ট বা বিএলএ হিসাবে কাজ করেছেন, তাদের কাছেও থাকবে খসড়া তালিকার কপি। রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে সফট কপি এবং বিএলএ-দের কাছে হার্ড কপি থাকবে।

খসড়া তালিকায় যাদের নাম বাদ পড়েছে, তাদেরও একটি আলাদা লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। যদি কারোর মনে হয় যে ভুলবশত নাম বাদ পড়েছে বা অন্য কোনও অভিযোগ কিংবা দাবি থাকে, তাহলে ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে।

যাঁদের নাম থাকবে না, তাঁদের অনলাইনে ফর্ম ৬ ও অ্যানেক্সার ৪ পূরণ হবে।

খসড়া তালিকা প্রকাশের পর শুরু হবে হিয়ারিং প্রক্রিয়া। যাদের ২০০২ সালের তালিকায় নিজের বা আত্মীয়ের নাম পাওয়া যায়নি কিংবা তথ্য নিয়ে কমিশনের সন্দেহ রয়েছে, তাদের হিয়ারিংয়ে ডাকবেন ইআরও-রা। আগামী ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজ চলবে। এরপর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে।