SIR: আগামী সপ্তাহে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার, তার আগে জোড়া বৈঠকে রাজ্য

SIR: জোড়া বৈঠক করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শনিবার ও সোমবার বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সোমবার প্রত্যেকটি জেলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে।

SIR: আগামী সপ্তাহে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার, তার আগে জোড়া বৈঠকে রাজ্য
বাংলায় দ্রুতই SIR? ( ফাইল চিত্র)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 05, 2025 | 9:55 PM

কলকাতা:  আগামী সপ্তাহে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। তার আগে বৈঠকে সিইও দফতর৷ বিহার থেকেই শিখতে চায় গোটা দেশ। তাই বিহারের সিইও SIR নিয়ে যাবতীয় তথ্য দেবেন দেশের সব সিইওদের। রাজ্যের যাবতীয় প্রস্তুতি জানাবেন সিইও মনোজ আগারওয়াল। শেষ SIR এ কত ভোটার জানাবেন সিইও।
দিল্লিতে বৈঠকের আগে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে জোড়া বৈঠক।

সূত্রের খবর, জোড়া বৈঠক করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
শনিবার ও সোমবার বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সোমবার প্রত্যেকটি জেলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। প্রত্যেকটি জেলার অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার হবে এই বৈঠক।

তার আগে শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের আধিকারিকরাই করবেন অভ্যন্তরীণ বৈঠক। স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে সিইও দপ্তর কতটা প্রস্তুত তা আলোচনা করতেই এই জোড়া বৈঠক। বৈঠকের পরেই  ১০ সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে বিস্তারিত তথ্য তুলে ধরবে রাজ্যের সিইও।

বিহারকে দিয়ে শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন। বাদ পড়েছে ৬৪ লক্ষ নাম। বিতর্ক জারি রয়েছে এখনও। সুপ্রিম নির্দেশে আপাতত খসড়া তালিকা সংশোধনের প্রক্রিয়া জারি রয়েছে। আর বিহারের পরই কি এসআইআর হবে বাংলায়? জল্পনা যেন বাস্তবায়নের পথে। সম্প্রতি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে বাংলার এসআইআর নিয়ে প্রশ্ন করা হলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এই সংক্রান্ত বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন। এবার তার প্রতিফলন স্পষ্ট।