Smart Meter: স্মার্ট মিটার তো বাতিল, কিন্তু যাঁদের বাড়িতে বসল, তাঁরা কী করবেন? বিধানসভায় জানালেন মন্ত্রী

Smart Meter: সাম্প্রতিককালের অন্যতম চর্চিত বিষয় হল স্মার্ট মিটার। ইতিমধ্যেই গ্রামাঞ্চলের একাধিক গৃহস্থের বাড়িতে বসেছে স্মার্ট মিটার। কিন্তু গ্রাহকরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, এক মাসে বিদ্যুতের বিল আসছে ১২ হাজার টাকা। রাজ্যের তরফ থেকে মঙ্গলবারই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, স্মার্ট মিটার বসানো হবে না।

Smart Meter: স্মার্ট মিটার তো বাতিল, কিন্তু যাঁদের বাড়িতে বসল, তাঁরা কী করবেন? বিধানসভায় জানালেন মন্ত্রী
স্মার্ট মিটার নিয়ে উত্তাল বিধানসভাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 11, 2025 | 2:44 PM

কলকাতা: স্মার্ট মিটার নিয়ে রাজ্যের একাধিক জায়গায় গ্রাহকদের বিক্ষোভ। তাঁদের অভিযোগ, বিদ্যুতের বিল বেশি আসছে। এবার স্মার্ট মিটার নিয়ে প্রকাশ্যে কেন্দ্র রাজ্য সংঘাত। বুধবার এই ইস্যুতে উত্তপ্ত হয় বিধানসভাও। কেন্দ্রের বিরুদ্ধে প্রকল্প চাপানোর অভিযোগ তুলেছে রাজ্য। প্রতিবাদ করছে বিজেপি।

সাম্প্রতিককালের অন্যতম চর্চিত বিষয় হল স্মার্ট মিটার। ইতিমধ্যেই গ্রামাঞ্চলের একাধিক গৃহস্থের বাড়িতে বসেছে স্মার্ট মিটার। কিন্তু গ্রাহকরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, এক মাসে বিদ্যুতের বিল আসছে ১২ হাজার টাকা। রাজ্যের তরফ থেকে মঙ্গলবারই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, স্মার্ট মিটার বসানো হবে না।

বুধবার বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেন, “কেন্দ্রীয় সরকার জোর করে চাপিয়ে দিয়েছে।” কিন্তু রাজ্য যে স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ করে দিয়েছে, সেটাও স্পষ্ট করে দেন তিনি। বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, যেগুলো লাগানো হয়েছে, তা সাধারণ মিটার হিসাবে হিসাবে ব্যবহার হবে। আর কোনও প্রিপেইড নয়।

কিন্তু যাঁদের বাড়িতে ইতিমধ্যেই স্মার্ট মিটার লাগানো হয়েছে, সেগুলির কী হবে। বিদ্যুৎমন্ত্রী এদিন বিধানসভায় স্পষ্ট করে দেন, এই মিটারগুলোকে যেদিন লাগানো হচ্ছে, তার তিন মাস পর থেকে সাধারণ মিটার হিসাবে গণ্য করা হবে। বিল প্রি পেইড মোডে নয়, পোস্ট পেইড মোডেই আসবে।