BSF-এর সঙ্গে গুলির লড়াইয়ে বন্দুক ফেলে ছুট পাচারকারীদের, সীমান্ত থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-নথি

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Sep 30, 2023 | 4:35 PM

BSF: বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত দিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা এবং সীমান্ত লাগোয়া ভারতের দিকে থাকা বাগদার মধুপুরের অস্ত্র পাচারকারীরা একে অপররের মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র পাচারের চেষ্টা করে। এদিকে পাচার যে হতে পারে সেই খবর আগেই গোপন সূত্রে পেয়েছিল বিএসএফ।

BSF-এর সঙ্গে গুলির লড়াইয়ে বন্দুক ফেলে ছুট পাচারকারীদের, সীমান্ত থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-নথি
উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা সাম্প্রতিককালে অনেকটাই বেড়ে গিয়েছে। একদিন আগে সীমান্ত রক্ষী বাহিনীর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে একটি ভিডিয়ো ফুটেজ সামনে আনে। নাইট ভিশন ক্যামেরায় তোলা সেই ফুটেজে বহু অনুপ্রবেশকারীর গতিবিধিই দেখা যায় এক সীমান্তবর্তী এলাকায়। এদিকে সাম্প্রতিককালে ভারত এবং বাংলাদেশ সীমান্তে বাড়ছে অস্ত্র পাচারের পরিমাণ। এদেশ থেকে কালো টাকা ওপারে গিয়ে সেখান থেকে আসছে আগ্নেয়াস্ত্র। বিগত কয়েক সপ্তাহে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিএসএফ। এবার সীমান্তে ফের বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র। ঘটনা উত্তর ২৪ পরগনার মধুপুর বর্ডার আউটপোস্টে।

আগ্নেয়াস্ত্রের খোঁজ মিললেও খোঁজ মেলেনি পাচারকারীদের। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত দিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা এবং সীমান্ত লাগোয়া ভারতের দিকে থাকা বাগদার মধুপুরের অস্ত্র পাচারকারীরা একে অপররের মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র পাচারের চেষ্টা করে। এদিকে পাচার যে হতে পারে সেই খবর আগেই গোপন সূত্রে পেয়েছিল বিএসএফ। বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই পাচারকারীদের দাঁড়াতে বললে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় পাচারকারীরা। পাল্টা জবাব দেয় বিএসএফও। 

বেশ কিছুক্ষণ চলে গুলির লড়াই। এরপরই বিএসএফের কাছে কার্যত মাথা নত করে পাচারকারীরা। কবে ধরা না দিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। সীমান্তে রেখে যায় এক বিশালাকার ব্যাগ। ওই ব্যাগ থেকে ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ৫০টি কার্তুজ উদ্ধার হয়েছে বলে খবর। বিএসএফ সূত্রে খবর, সীমান্তে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে বেশ কিছু কার্তুজও উদ্ধার হয়েছে। বিএসএফের অনুমান, অস্ত্রগুলি মালদহ ও মুর্শিদাবাদে পাচারের ছক কষা হয়েছিল। 

Next Article