
কলকাতা: হাতে আর একমাস। তারপরই দুর্গাপুজো। ধীরে-ধীরে কেনাকাটা শুরু করছেন সাধারণ মানুষজন। তাই এবার পুজোর পনেরো দিন আগে থেকেই শহরে অতিরিক্ত বাস চালানো হবে বলে জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি পুজোর সময় সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়, তাই কত সংখ্যক বাস অতিরিক্ত চলবে সবটাই জানালেন এ দিনের বৈঠকে।
সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকেই ধীরে-ধীরে পুজোর কেনাকাটা শুরু হয়ে যাবে। জেলা থেকে এই সময় প্রচুর মানুষ আসেন কলকাতায় শুধুমাত্র পুজো শিপিংয়ের জন্য। সেই কারণে এবার ব্যবস্থা করা হচ্ছে পুজো শপিং স্পেশাল বাস। মূলত হাওড়া আর শিয়ালদহ থেকে এই বাস চলবে। মন্ত্রী জানিয়েছেন, পুজোর পনেরো দিন আগে থেকে এই বাস চলবে। ২৫টি করে বাস চালানো হবে। যদি চাহিদা ব্যাপক থাকে, তাহলে সেই পরিস্থিতি অনুসারে বাড়ানো হবে। স্নেহাশিস বলেন, “শপিং স্পেশাল বাস আমরা চালাবো।”
তিনি বলেন, “পুজোর কয়েকটা দিন নাইট-সার্ভিস বাস চালু রাখছি। নাইট সার্ভিস বাস চালু করছি। আসলে অনেকেই পুজোর সময় সারারাত ঠাকুর দেখেন। তাঁদের আর হেঁটে হেঁটে হাওড়া-শিয়ালদহ যেতে ইচ্ছা করে না। এই নাইট সার্ভিস বাসগুলি হাওড়া-শিয়ালদহ-বারাসত মুখী হবে।”
বস্তুত, হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রতি মেট্রো পরিষেবা চালু হয়েছে। খুব কম সময়ে অফিসযাত্রী থেকে সাধারণ মানুষজন পৌঁছে যাচ্ছেন নিজের গন্তব্যে। এর জন্য বাস-শাটল পরিষেবাগুলি ক্ষতির মুখে খানিক পড়ছে বলেই বলা যায়। এ দিন, রাজ্যের মন্ত্রী জানান, মেট্রোর জন্য বিভিন্ন রুটের বাসের রুট বদলের কাজ চলছে। যাতে মানুষ মেট্রোর সঙ্গে এই বাস রুটগুলি ব্যবহার করতে পারেন বলে পরামর্শ পরিবহণ মন্ত্রীর।