West Bengal Panchayat Election: পুড়ল জনমত, কমিশনে অভিযোগের এভারেস্ট, এক নজরে খুনের খতিয়ান

Jul 09, 2023 | 12:01 AM

West Bengal Panchayat Election: নির্বাচন ঘোষণার পর থেকে প্রাক ভোট হিংসায় শুক্রবার রাত পর্যন্ত গোটা রাজ্যে যেখানে ১৮ জনের মৃত্যু হয়েছিল। শনিবার ভোটগ্রহণ পর্ব শুরু হতেই মৃতের সংখ্য়া লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে।

West Bengal Panchayat Election: পুড়ল জনমত, কমিশনে অভিযোগের এভারেস্ট, এক নজরে খুনের খতিয়ান
পঞ্চায়েত ভোটে ঝরল রক্ত
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: দিকে দিকে পুড়ল জনমত, প্রিসাইডিং অফিসারের মাথায় ঠেকল বন্দুক, পুকুরে ভাসল ব্যালট বাক্স, অভিযোগের এভারেস্ট নির্বাচন কমিশনে (Election Commission)। দিকে দিকে ঝরল রক্ত। নির্বাচন ঘোষণার পর থেকে প্রাক ভোট হিংসায় শুক্রবার রাত পর্যন্ত গোটা রাজ্যে যেখানে ১৯ জনের মৃত্যু হয়েছিল সেখানে শনিবার সকাল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হতেই এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে গোটা রাজ্যে। তালিকায় রয়েছে শাসকদলের কর্মী থেকে বিরোধী শিবিরের কর্মীরা। 

মৃত্যুর খতিয়ান

১. রক্ত ঝরল কোচবিহারে। ফলিমারিতে বুথের মধ্যেই খুন বিজেপির পোলিং এজেন্ট।

২. ভোট দিতে গিয়ে খুন সাধারণ ভোটার। নদিয়া চাপড়ায় তৃণমূল-সিপিএম সংঘর্ষ, তার মাঝে পড়ে খুন ভোটার হামজার আলি।

৩. মালদহের মানিকচকে খুন তৃণমূল কর্মী।

৪. পূর্ব বর্ধমানে সিপিএম কর্মীর মৃত্যু। তৃণমূল-সিপিএম সংঘর্ষের গতকালই আহত হন তিনি। এদিন তাঁর মৃত্যু হয়।

৫. মুর্শিদাবাদ খড়গ্রামে ফের খুন। গুলি করে খুন তৃণমূল কর্মীকে। মৃতের নাম রইসউদ্দিন শেখ। অভিযোগ, শনিবার ভোররাতে তাঁকে গুলি করে খুন করা হয়।

৬. বাসন্তী ফুলমালঞ্চয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়।

৭. মালদা তৃণমূল প্রার্থীর শাশুড়ি খুন

৮.কাটোয়ায় খুন তৃণমূল কর্মী। তৃণমূলের বুথ এজেন্টকে খুনের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে।

৯. মুর্শিদাবাদের লালগোলাতেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর।

১০. মুর্শিদাবাদের নওদাতেও ঝরেছে রক্ত। মৃত্যু হয়েছে ১ ব্যক্তির।

১১. ভোটের আবহে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চাকুলিয়া-গোয়ালপোখর। রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু কংগ্রেস কর্মী মহম্মদ জামিরউদ্দিনের। 

১২. কোচবিহারে ভোটের বলি বিজেপি কর্মী, দিনহাটার ভাগনী এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।

১৩. কোচবিহারে তুফানগঞ্জে তৃণমূলের বুথ চেয়ারম্যান খুন। গণেশ সরকার (৫০) নামে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। যদিও অভিযোগ অস্বীকার বিজেপির।

১৪. গত রাতে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের বেলডাঙা। সেখানেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। 

১৫.  মুর্শিদাবাদের রেজিনগরেও মৃত্যু আরও ১ ব্যক্তির। রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর এলাকা, বোমা ফেটে ওই ব্যক্তির মৃত্যু হয়। ভোরের দিকেও নাজিরপুর গ্রামে বোমাবাজি হয় বলে অভিযোগ।

১৬. উত্তর দিনাজপুরের হেমতাবাদে মৃত ১। গিয়াশিল এলাকায় পাটক্ষেতের ভিতর থেকে উদ্ধার হয় নারায়ণ সরকার নামে এক ব্যক্তির দেহ। ওই ব্যক্তি এলাকায় তৃণমূল করতেন বলে দাবি করছে ঘাসফুল শিবির।

১৭. শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে পশ্চিম গাবতলায় এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ৯০ নম্বর বুথের কাছে  থেকে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কে বা কারা তাঁকে মেরেছে তা এখনও জানা যায়নি। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

১৮. তৃণমুল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ মালদার বৈষ্ণবনগরের ভগবানপুর এলাকায়। মৃতের নাম মতিউর রহমান। সূত্রের খবর, তাঁর বাড়ি ভগবানপুর কেবিএস এলাকায়। অভিযোগের তির কংগ্রেসের দিকে।

১৯.  উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক নম্বর ব্লকের সাহাপুর দুই গ্রাম পঞ্চায়েতের জাগির বস্তির নয়াহাট থেকে আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃতের নাম সামসুল হক। তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন।

মৃতের পরিসংখ্যান

Next Article