Sohom-Dev: সোহমের পাশে নেই দেব, স্পষ্ট বললেন, ‘বন্ধু বলেই সব কিছু মানা যায় না’

Jyotirmoy Karmokar | Edited By: সায়নী জোয়ারদার

Jun 10, 2024 | 5:59 PM

Sohom Chakrabarty: শনিবার রাতে নিউটাউনের এক রেস্তোরাঁয় শুটিং করতে গিয়েছিলেন সোহম চক্রবর্তী। সেখানেই গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ মালিকের সঙ্গে বচসা। তাতেই কথা কাটাকাটি এবং গায়ে হাত তোলা। সোহমের সেদিনের ঘটনার ভিডিয়ো সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে।

Sohom-Dev: সোহমের পাশে নেই দেব, স্পষ্ট বললেন, বন্ধু বলেই সব কিছু মানা যায় না
দেব ও সোহম।
Image Credit source: Instagram

Follow Us

কলকাতা: এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। বিরোধীরা তো বটেই দলের অনেকেই পাশে নেই তাঁর। সোহমের সঙ্গে খুবই ভাল সম্পর্ক তারকা-সাংসদ দেবের। তবে এই ঘটনাকে তিনি কোনওভাবেই সমর্থন করেন না, তা বুঝিয়ে দিলেন। সোমবার দিল্লিতে পা রেখেই দেব বলেন, “সোহম আমার খুব ভাল বন্ধু। কিন্তু বন্ধু বলে আমি সবকিছু সমর্থন করতে পারি না। সোহমের ক্ষমা চাওয়া উচিত। সোহমের সঙ্গে আমি কথা বলেছি, ও ঠিক কাজ করেনি।”

শনিবার রাতে নিউটাউনের এক রেস্তোরাঁয় শুটিং করতে গিয়েছিলেন সোহম চক্রবর্তী। সেখানেই গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ মালিকের সঙ্গে বচসা। তাতেই কথা কাটাকাটি এবং গায়ে হাত তোলা। সোহমের সেদিনের ঘটনার ভিডিয়ো সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে।

সোহম নিজের ভুল স্বীকার করেন ঠিকই। তবে একজন জনপ্রতিনিধি হিসাবে তাঁকে যে অনেক বেশি সংবেদনশীল হতেই হতো। এদিন দেবও বলেন, “সোহম একজন জনপ্রতিনিধি। আমি ওকে বুদ্ধিমান বলে ভাবতাম। ও যা করেছে, ঠিক করেনি।”

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সোহম চ্যাপ্টার ক্লোজড। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কেন, সেটা টেকনিক্যাল ব্যাপার। থানায় আদৌ কোনও অভিযোগ হয়েছিল কি না দেখতে হবে।”

Next Article