কলকাতা : ৫ দিনের মধ্যে এতগুলো টাকা ফেরানো মুখের কথা নয়। কষ্ট করেই টাকা ফেরত দিকে হয়েছে। কুন্তল ঘোষের (Kuntal Ghosh) দেওয়া টাকা ফেরানোর পর এমনটাই বললেন পার্লারের মালকিন সোমা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গত কয়েকদিনে এই নামটা একাধিকবার সামনে এসেছে। ইডি দফতরে যেতে দেখা গিয়েছে তাঁকে। কে এই সোমা? কুন্তলের সঙ্গে তাঁর কী যোগ? তা নিয়ে কৌতুহলও বেড়েছে বিস্তর। অভিযোগ, নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত কথা প্রাক্তন তৃৃণমূল যুব নেতা কুন্তলের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি। অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নির্দেশ মেনে টাকা ফেরত দিয়ে দিয়েছেন সোমা।
টাকার অঙ্ক নেহাত কম নয়। ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফেরাতে হয়েছে তাঁকে। টাকা ফেরানোর পর শুক্রবার TV9 বাংলার মুখোমুখি হয়ে সোমা বলেন, আমি ব্যবসা করি। বর্তমানে যা আর্থিক অবস্থা তাতে এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা ফেরাতে অসুবিধা হয়েছে। হেনস্থা তো হলই। কিন্তু যতই কষ্ট হোক, আমাকে বলা হয়েছিল, আমি ফিরিয়ে দিয়েছি। সোমা জানিয়েছেন তদন্তকারী সংস্থার নির্দেশ মেনে কুন্তলের অ্যাকাউন্টেই সেই টাকা ফেরত দিয়েছেন তিনি।
সেই সঙ্গে সোমা এও জানিয়েছেন, টাকা তিনি ব্যবসার কাজের জন্যই নিয়েছিলেন। তার জন্য যে তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা তিনি ভাবেননি।
একইসঙ্গে বৃহস্পতিবারই টাকা ফেরত দিয়েছেন টলি অভিনেতা বনি চক্রবর্তীও। ৪৪ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছেন তিনি। সব মিলিয়ে কুন্তলের অ্যাকাউন্টে ফেরত গিয়েছে প্রায় ১ কোটি টাকা। যে অ্যাকাউন্ট থেকে এই টাকা তাঁরা পেয়েছিলেন, সেই অ্যাকাউন্ট নম্বরেই ডিমান্ড ড্রাফট কাটা হয়েছে। ইতিমধ্যেই কুন্তলের ১০টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি।