Kolkata Bus service: ঢাকুরিয়া ব্রিজের নিচে দাঁড়িয়ে একের পর এক বাস, কারণ জানলে অবাক হবেন

Kolkata: জানা যাচ্ছে, ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস তিনি ৩৭ নম্বর বাস স্ট্যান্ডের আইএনটিটিইউসি (INTTUC) সভানেত্রী। সোমবার একুশে জুলাইয়ের জন্য পাঁচটি বাস নেন তিনি।

Kolkata Bus service: ঢাকুরিয়া ব্রিজের নিচে দাঁড়িয়ে একের পর এক বাস, কারণ জানলে অবাক হবেন
কলকাতা বাস বন্ধ?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 22, 2025 | 5:24 PM

কলকাতা: লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক বাস। গড়াচ্ছে না চাকা। কেন? কারণটা জানলে একটু অবাক হতে হয়। একুশে জুলাই বাস কোন নেতার সঙ্গে যাবে? এই প্রশ্নেই নেতায়-নেতায় দ্বন্দ্ব। অভিযোগ, আর তার জেরেই বন্ধ হচ্ছে বাস পরিষেবা। ঢাকুরিয়া ব্রিজের নিচে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ঢাকুরিয়া-হাওড়া রুটের ৩৭ নম্বর রুটের বাস। আর এই সবের জেরে ভোগান্তিতে সাধারণ মানুষ।

জানা যাচ্ছে, ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস তিনি ৩৭ নম্বর বাস স্ট্যান্ডের আইএনটিটিইউসি (INTTUC) সভানেত্রী। সোমবার একুশে জুলাইয়ের জন্য পাঁচটি বাস নেন তিনি। রুটের ২৭ টি বাস আসপাশের তৃণমূল নেতাদের সঙ্গে একুশে জুলাইয়ের সমাবেশে যায়। অভিযোগ তাতেই নাকি মৌসুমির গোঁসা হয়। ২৭টি বাসের কর্মীদের সাসপেন্ড করে দেন তিনি। প্রতিবাদে আজ সকাল থেকে নাকি বাস বন্ধ।

বস্তুত, মোট ৪৮টি বাস রয়েছে এই ৩৭ নম্বর রুটে। সেখানে পঞ্চাশজনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলে দাবি বাস মালিক সংগঠনের। তবে আইএনটিটিইউসি বলছে তারা কিছু করেনি। বাস মালিকরাই বসিয়ে দিয়েছে। আর এর জেরে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।

বাস মালিক সংগঠনের রণজিৎ সরকার “সার্টার বলল পঞ্চাশকে সাসপেন্ড করা হয়েছে। প্রায় বন্ধই রয়েছে বাস। সকাল সাড়ে আটটার পর বাস যায়নি। শেষ পৌরমাতা আসার পর কথা বলি। এরপর বাস চালু করি। বুধবার থেকে পরিষেবা স্বাভাবিক হবে।” এ দিকে, যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই মৌসুমী দাস বলেন, “ইউনিয়নের দু’একজনের সমস্যা ছিল। আমি গিয়ে কথা বলে মিটিয়েছি। বাস আবার চালু হয়েছে।”