Rajarhat: রাজারহাটে এইসব চলছে? এতদিন কেউ টেরটুকুও পাননি

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 30, 2024 | 10:13 PM

Rajarhat:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনিভাবে জলাশয় বোজানো নিয়ে বারবার সরব হয়েছেন। সব সময় পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তৎপর থাকার। কিন্তু তারপরও বেআইনি ভাবে যে পুকুর বোজানো চলছে তা আরও একবার দেখা গেল রাজারহাটে।

Rajarhat: রাজারহাটে এইসব চলছে? এতদিন কেউ টেরটুকুও পাননি
রাজারহাটে কী ঘটছে?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রাজারহাট: কখনও রাতে। কখনও বা দিনে দুপুরে। প্রকাশ্যেই রাজারহাটে চলছিল এই সব কারবার। পরে বিষয়টি এলাকাবাসী তৎপর হয়ে উঠলেন। আর এরপরই হল কাজ। সক্রিয় হলেন পুলিশ প্রশাসন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনিভাবে জলাশয় বোজানো নিয়ে বারবার সরব হয়েছেন। সব সময় পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তৎপর থাকার। কিন্তু তারপরও বেআইনি ভাবে যে পুকুর বোজানো চলছে তা আরও একবার দেখা গেল রাজারহাটে। সেখানকার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিখরপুর এলাকায় রাস্তার পাশেই চলছে জলাশয় ভরাটের কাজ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জলাশয় তারা মাছ ধরতেন। কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে থেকেই ওই জলাশয় এর উপর মাটি পড়া শুরু হয়। আর এই কাজ চাঁদপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের মদতে হচ্ছে বলেও অভিযোগ। যদিও চাঁদপুর পঞ্চায়েত উপপ্রধান এক্রামুল মোল্লা অভিযোগ অস্বীকার করেছেন। তবে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি।

অপরদিকে, উপপ্রধান এক্রামুল মোল্লা আবার বলেন, “জলাশয় ভরাটের বিষয়ে আমি জানি না। এ বিষয়ে শুনেছি স্থানীয় বাসিন্দাদের কাছে। রাজারহাট থানার আইসি সঙ্গে কথা হয়েছে। আমাদের পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।”

Next Article