AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coffee House: কাটা হল পিলার, অবাঙালি ব্যবসায়ীর হাতে পড়ে ক্ষতির মুখে কফি হাউসের বিল্ডিং! থানায় অভিযোগ দায়ের

Coffee House: ১৫০ বছরের পুরনো এই কফি হাউজ। বহু ইতিহাসের সাক্ষী। ১৯৯১ সালে এই কফি সপ তথ্য সংস্কৃতি দফতরের অন্তর্গত। কফি হাউসের নিচে একটি বইয়ের দোকান রয়েছে। জানা যাচ্ছে ওই দোকানটি শিলিগুড়ির কোনও এক অবাঙালি ব্যবসায়ী কিনে নিয়েছেন।

Coffee House: কাটা হল পিলার, অবাঙালি ব্যবসায়ীর হাতে পড়ে ক্ষতির মুখে কফি হাউসের বিল্ডিং! থানায় অভিযোগ দায়ের
ক্ষতির মুখে কফি হাউস Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 01, 2025 | 4:45 PM
Share

কলকাতা: অসাধু ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে কফি হাউসের ভবন? অভিযোগ, এক অসাধু ব্যবসায়ী কফি হাউসের বিল্ডিংয়ের একটি অংশ কিনে সেখানে আরও তিনটি ছোট-ছোট দোকান তৈরি করছেন। শুধু তাই নয়, যে ভবনে কফি হাউস রয়েছে, সেখানকার তিনটি বড় বড় পিলার ভেঙে ফেলারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে।

১৫০ বছরের পুরনো এই কফি হাউজ। বহু ইতিহাসের সাক্ষী। ১৯৯১ সাল থেকে এই কফি সপ তথ্য সংস্কৃতি দফতরের অন্তর্গত। কফি হাউসের নিচে একটি বইয়ের দোকান রয়েছে। জানা যাচ্ছে, ওই দোকানটি শিলিগুড়ির কোনও এক অবাঙালি ব্যবসায়ী কিনে নিয়েছেন। অভিযোগ, এরপর তিনি দোকান বাড়ানোর জন্য, একতলার তিনটি পিলার ভেঙে দিয়ে আরও ছোট ছোট দোকান বানানোর চেষ্টা করছেন।

কফি হাউসের প্রেমীদের দাবি, অনেক দিনের পুরনো এই বিল্ডিং। পিলার ভেঙে দেওয়ায় ক্ষতিগ্রস্ত হবে গোটা ভবন। ক্ষতি হয়ে যেতে পারে কফি হাউস। সেই কারণে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পুরসভা পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। অভিযোগ দায়ের হয়েছে থানায়।

কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত লাহা বলেন, “দোকান হস্তান্তর হতে পারে। আমার আপত্তি নেই। কিন্তু সেই দোকান কিনে তার জায়গা বাড়ানোর জন্য বিল্ডিংয়ের পা কেটে উড়িয়ে দেওয়া হবে তা মেনে নেওয়া যায় না। এতে ভালবাসার কফি হাউসের ক্ষতি হবে। ১৫০ বছরে প্রথম এই ধরনের ক্ষতি হচ্ছে। আমরা” আরও এক ব্যক্তি বলেন, “রবিবার কেউ থাকে না। ফাঁকা থাকে। সেই সুযোগ নিয়েছেন দোকানের মালিক। তবে পথ চলতি মানুষের চোখে পড়তেই আমাদের জানানো হয়।” যদিও, যেই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তাঁর বক্তব্য মেলেনি।