Nabanna Abhijan: ‘গুলি করলে বুক পেতে মেনে নেব তবু হটব না’

Aug 27, 2024 | 1:31 PM

Nabanna Abhijan: উল্লেখ্য, মূলত আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ ছাত্র সমাজের ব্যানারে শুরু হয়েছে নবান্ন অভিযান।  এরপর কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল। জাতীয় পতাকা হাতে মিছিলে আন্দোলনকারীরা। সাঁতরাগাছিতেও প্ল্যাকার্ড হাতে জমায়েত চলছে।

Nabanna Abhijan: গুলি করলে বুক পেতে মেনে নেব তবু হটব না
নবান্ন অভিযান। ফাইল ছবি।
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা:  শুরু হয়ে গিয়েছে নবান্ন অভিযান। ‘ছাত্র সমাজের ব্যানারে’ শুরু হয়েছে এই অভিযান। কলেজ স্কোয়্যার থেকে একটি মিছিল শুরু হয়ে এগিয়ে চলেছে নবান্নের দিকে। আরও একটি দল ভাগ হয়ে এগিয়ে আসছে নবান্নে। অপরদিকে, সাঁতরাগাছি থেকেও বিশাল মিছিল রওনা দিয়েছে নবান্নের উদ্দেশ্যে। তাঁদের একটাই দাবি ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ’। এ দিকে, প্রস্তুত পুলিশও। জলকামান-ব্যারিকেড নিয়ে তৈরি পুলিশ।

আন্দোলনকারীরা আজ স্পষ্ট জানালেন, “আজ পুলিশ গুলি করুক। যা করুক বুক পেতে মেনে নেব। গুলি করলেও পিছু হটব না।” আরও এক আন্দোলনকারী বলেন, “আজ কোনও বাধা মানব না। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। কোনও কথা শুনব না।”

উল্লেখ্য, মূলত আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ ছাত্র সমাজের ব্যানারে শুরু হয়েছে নবান্ন অভিযান।  এরপর কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল। জাতীয় পতাকা হাতে মিছিলে আন্দোলনকারীরা। সাঁতরাগাছিতেও প্ল্যাকার্ড হাতে জমায়েত চলছে। কলকাতা থেকে হাওড়া, বেনজির চক্রব্যুহ তৈরি করেছে   পুলিশ। তবে তা সব ভেঙে নবান্নমুখী হয়েছে আন্দোলনকারীরা।

Next Article