
সল্টলেক: অফিস পাড়া সল্টলেক সকাল থেকে সন্ধে অবধি মূলত জমজমাটই থাকে। লোকজনের যাতায়াত থাকে। চায়ের দোকানে বসে আড্ডা থেকে অফিস যাত্রীদের যাতায়াত লোকজন মোটামুটি ভরেই থাকেন। তবে সেই সল্টলেকে এই ঘটনা ঘটে যাবে কে বুঝবে?
জানা যাচ্ছে, সল্টলেক সিটি সেন্টারেরের বাইরে টায়ারের দোকান থেকে চুরি। দোকানের ভিতরে আলমারি ভেঙে নগদ পাঁচ লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে বলে খবর। এলাকাবাসীর বক্তব্য, সিটি সেন্টার ওয়ান মূলত জনবহুল। ক্রমাগত গাড়ির যাতায়াত থাকে। মানুষজনের যাতায়াত চলতেই থাকে। এই জনবহুল এলাকার দোকানের মধ্যেও কীভাবে চুরি?
এ দিকে, চুরি ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিশ। ওই দোকানের ভিতরে থাকা সিটিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। সেই ফুটেজ দেখেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট দোকানেরই এক কর্মচারি যিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন দোকানে, তাঁকেই ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, তিনিই ওই দোকান থেকে সমস্ত রকম গহনা নিয়ে গিয়ে চম্পট দিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।