‘সব কিছু সাজানো, কারও নাম নিচ্ছি না’, বিস্ফোরক নুসরত

Mar 11, 2021 | 4:43 PM

৮ ও ১০ তারিখে কোনও বিজেপি নেতা এমন কোনও টুইট করেছিলেন, যা দেখে সন্দেহ তৈরি হয়েছে শাসক দলের। পার্থ (Partha Chatterjee) থেকে নুসরত (Nusrat Jahan), প্রত্যেকেরই এমনটাই দাবি।

সব কিছু সাজানো, কারও নাম নিচ্ছি না, বিস্ফোরক নুসরত
মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে নুসরত

Follow Us

কলকাতা: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে যে ঘটনা ঘটেছে, তাতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। চলছে চাপান-উতোর। নালিশ জানাতে যখন কমিশনে ছুটছে তৃণমূল, পাল্টা অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপিও। এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা ঘটেছে, তা আসলে সাজানো।

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে যান নুসরত। নেত্রীকে দেখে ফেরার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই দাবি করেন। তিনি বলেন, বিরোধীদের কিছু টুইট দেখে তাঁর এ কথা মনে হয়েছে। তিনি বলেন, আমি নাম নিচ্ছি না। বিরোধীদের কিছু টুইট দেখে মনটা ভেঙে গিয়েছে। টুইটগুলো দেখে মনে হচ্ছে সব কিছু সাজানো। তিনি জানিয়েছেন, ৮ ও ১০ তারিখে ওই টুইট করা হয়েছিল। ভোটটা নিরপেক্ষ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তবে নুসরত মনে করেন এই ঘটনায় দিদি ভেঙে পড়বেন না। তাঁর কথায়, দিদি একজন ফাইটার। উনি লড়াই করতে পছন্দ করেন। লড়াই করে উনি আবার ফিরে আসবেন।

আরও পড়ুন: হাসপাতালের বেডে শুয়েই ধরা গলায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা

টুইট নিয়ে অভিযোগ অবশ্য আগেও করেছেন পার্থ। কমিশন থেকে বেরিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর উপর যে আঘাত হানা হবে, তার পূর্বাভাস ছিল।” তাঁরও দাবি, বিজেপি সাংসদদের পোস্টে ও বক্তব্য থেকেই বোঝা যাচ্ছিল যে এরকম কিছু ঘটবে। মুখ্যমন্ত্রীর যথেষ্ট নিরাপত্তা ছিল না বলেও অভিযোগ জানিয়েছেন তিনি।

তবে এসব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির তরফে সব্যসাচী দত্ত বলেন, বিজেপির কোনও নেতা ওই ধরনের কোনও টুইট করেছে বলে আমি মনে করি না।

Next Article