Sougata Roy in Dumdum: ‘চেয়ারম্যান করা যায়’, তৃণমূলের টিকিট না-পাওয়া নির্দল কাউন্সিলরের প্রশংসায় পঞ্চমুখ সৌগত

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 17, 2023 | 10:15 PM

Sougata Roy in Dumdum: মঞ্চ থেকে নামার পর ব্রাত্য বসুকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি এমন কিছু বলিনি। সৌগত দা বলেছেন।'

Sougata Roy in Dumdum: চেয়ারম্যান করা যায়, তৃণমূলের টিকিট না-পাওয়া নির্দল কাউন্সিলরের প্রশংসায় পঞ্চমুখ সৌগত
দমদম খাদ্যমেলার উদ্বোধন

Follow Us

কলকাতা : তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল কাউন্সিলর হিসেবে লড়েছিলেন, তারপরও আসন জিততে কোনও অসুবিধা হয়নি দমদমের দাপুটে নেতা দেবাশিস বন্দ্যোপাধ্য়ায়ের। বিপুল ভোটে জিতলেও তৃণমূলে আর ফেরেননি তিনি। এবার সেই কাউন্সিলরকেই চেয়ারম্যান করার কথা বলতে শোনা গেল খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়কে। দমদমের খাদ্য মেলার উদ্বোধন করতে গিয়ে মঞ্চ থেকে প্রকাশ্যেই এ কথা বললেন সৌগত। শুধু সাংসদ নয়, তাঁর বক্তব্যে সুর মেলাতে দেখা যায় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকেও। যদিও পরে সেই বক্তব্য থেকে সরে আসেন তাঁরা। অনুষ্ঠান শেষে সৌগত রায় দাবি করেন, এটা কথার কথা, কোনও প্রস্তাব নয়।

বছর কয়েক ধরে দমদমে এই খাদ্যমেলার আয়োজন করা হয়। মঙ্গলবার তারই সূচনা হল। সেখানে সৌগত রায়, ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত ছিলেন আর এক মন্ত্রী বাবুল সুপ্রিয়। দেবাশিস বন্দ্যোপাধ্য়ায়কে ‘ফুচু’ বলে সম্বোধন করে এদিন সৌগত রায় উল্লেখ করেন এই খাদ্যমেলার রূপায়ণে তাঁর ভূমিকার কথা। বলেন, ‘যেভাবে ও বাংলার সব শ্রেষ্ঠ খাদ্য প্রস্তুতকারককে এক জায়গায় নিয়ে এসেছে, তাতে ওকে অভিনন্দন জানাতে চাই। ওর পিছনে যা কাউন্সিলরের ভিড় দেখতে পাচ্ছি, তাতে ওকে চেয়ারম্যান করা যায়।’ সৌগতর এই কথা শুনে হাততালির ঝড় ওঠে। এরপরই ব্রাত্য বসু বলেন, ‘রাজনৈতিক জীবনে যাই হয়ে থাক না কেন, সৌগত দা যা বললেন সেটাই ঠিক, আগামী দিনগুলো দেবাশিস বন্দ্যোপাধ্যায়েরই।’

পরে মঞ্চ থেকে নামার পর ব্রাত্য বসুকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এমন কিছু বলিনি। সৌগত দা বলেছেন।’ আর সৌগত রায় বলেন, ‘আমি শুধু বলেছি ফুচুর ডাকে সব কাউন্সিলররা এসেছেন, যেন মনে হচ্ছে চেয়ারম্যান হিসেবে ও সমর্থন পাচ্ছে। হিউমারটা বুঝতে হবে। এটা কোনও নির্দেশ বা প্রস্তাব নয়।’

কী বলছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়? তিনি বলেন, ‘সব কাউন্সিলর আমাকে ভালবাসেন। তাঁরা আমার সঙ্গে যোগাযোগ রাখেন, কোনও অসুবিধা নেই।’ তবে দমদমের উন্নয়ন নিয়ে সরব তিনি। তাঁর দাবি, গত ৮-৯ মাসে তিনি কোনও কাজ করতে পারেননি। একাধিক ওয়ার্ডে কাজ হয়নি বলেও দাবি তাঁর। তবে সৌগত রায়ের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘এর উত্তর সৌগত দা-ই দিতে পারবে।’

Next Article