
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে অন্যতম সফরসঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাদ্রিদ থেকেই তিনি ঘোষণা করেছেন, বাংলায় তাঁর নতুন কারখানা খোলার কথা। মেদিনীপুরে নতুন ইস্পাত কারখানা গড়ছেন তিনি। আজ কলকাতায় এক অনুষ্ঠানে এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। সৌরভ জানালেন, আগামী ১৬-২০ মাসের মধ্যেই এই ইস্পাত কারখানা তৈরি হয়ে যাবে। এই ধরনের উদ্যোগের ফলে বাংলায় কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলেই মনে করছেন সৌরভ। তাই অন্যান্যদেরও বিনিয়োগের জন্য আহ্বান জানান।
শিল্পপতি ও উদ্যোগপতিদের উদ্দেশে সৌরভ গঙ্গোপাধ্যায় বার্তা, “আপনারাও (বিনিয়োগ) করুন বিভিন্ন জায়গায়। এতে আপনাদেরও ভাল হবে। আর তরুণ প্রজন্মের যেসব ছেলেমেয়েরা এত পড়াশোনা করছে, এত ডিগ্রি পাচ্ছে, তাঁদেরও ভাল হবে।”
বাংলায় এই নতুন বিনিয়োগের বিষয়টি মাদ্রিদ থেকে প্রথম ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন তিনি মাদ্রিদ থেকে ঘোষণা করলেন, সেই নিয়েও বিভিন্ন মহলে কথা হয়েছে। সেই প্রসঙ্গেও এদিন জবাব দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর সাফ বক্তব্য, “দিল্লিতে অনুষ্ঠান হলে দিল্লি থেকেই (ঘোষণা) হত। কলকাতায় অনুষ্ঠান হলে কলকাতা থেকেই (ঘোষণা) হত। স্পেন, কলকাতা বা দিল্লির মধ্যে কোনও তফাৎ নেই।” অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন মাদ্রিদ থেকে এই ঘোষণা নিয়ে অযথা জলঘোলাকে মোটেই গুরুত্ব দিচ্ছেন না তিনি।
প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিপূর্বেই বাংলায় বেশ কিছু জায়গায় বিনিয়োগ করেছেন। পশ্চিম বর্ধমানে একটি কারখানা আগে থেকেই রয়েছে। এছাড়া পটনাতেও একটি কারখানা আছে। এবার মেদিনীপুরে নতুন ইস্পাত কারখানা তৈরি করতে চলেছেন তিনি। স্পেন সফরকালে সৌরভ যখন এই বিনিয়োগের কথা ঘোষণা করেন, তখনই তিনি বুঝিয়ে দিয়েছিলেন বাংলার নতুন প্রজন্মকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। জানিয়েছিলেন, তরুণ প্রজন্মের জন্য বড় শিল্প ও বিনিয়োগ ভীষণ প্রয়োজন।