Sourav Ganguly: ‘যেখানে ইচ্ছে যাব, কৈফিয়ত দেব না’, বললেন স্পেনে মমতার সফরসঙ্গী সৌরভ

Sourav Ganguly: সব সমালোচনার জবাব দিয়ে সৌরভ বললেন, "আমি কোনও বিধায়ক বা সাংসদ বা কাউন্সিলর নই। আমার কোনও রাজনৈতিক আনুগত্য নেই। আমি রাজনীতির লোক নই, রাজনীতি পছন্দও করি না। আমার যেখানে মনে হবে, আমি সেখানে যাব। কাউকে এর জন্য কৈফিয়ত দেব না।"

Sourav Ganguly: যেখানে ইচ্ছে যাব, কৈফিয়ত দেব না, বললেন স্পেনে মমতার সফরসঙ্গী সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Sep 28, 2023 | 5:56 PM

কলকাতা: রাজ্যে লগ্নি টানতে সম্প্রতি স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। আর তা নিয়ে অনেকেই সমালোচনা করতে শুরু করেছেন। এবার সেই যাবতীয় সমালোচনার জবাব দিলেন সৌরভ। সোজা ব্যাট চালিয়ে বল একেবারে স্টেডিয়াম পার। সৌরভের সোজাসাপ্টা জবাব, তাঁর কোনও রাজনৈতিক অনুগত্য নেই। বললেন,”আমার যেখানে ইচ্ছা, আমি সেখানে যাব। কাউকে কৈফিয়ত দেব না।”

শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলিধরন আজ কলকাতায় এসেছেন নিজের বায়োপিক সংক্রান্ত একটি অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেই অনুষ্ঠান শেষে স্পেন সফর ঘিরে সমালোচনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে সটান জবাব সৌরভের। সব সমালোচনার জবাব দিয়ে বললেন, “আমি কোনও বিধায়ক বা সাংসদ বা কাউন্সিলর নই। আমার কোনও রাজনৈতিক আনুগত্য নেই। আমি রাজনীতির লোক নই, রাজনীতি পছন্দও করি না। আমার যেখানে মনে হবে, আমি সেখানে যাব। কাউকে এর জন্য কৈফিয়ত দেব না। আমার কোনও রাজনৈতিক এজেন্ডা নেই।”

সৌরভের সাফ বক্তব্য, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিনি আমন্ত্রণ পান। তাই সমালোচকদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, এসব নিয়ে যেন অযথা জলঘোলা না করা হয়।

উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসবেন কি না, তা নিয়ে অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন চর্চা হয়েছে। অতীতে, ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ-জয় শাহ জুটি যখন ছিল, তখন সৌরভের বেহালার বাড়িতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সুকান্ত মজুমদার ও বঙ্গ বিজেপির অন্যান্য নেতারাও। সৌরভের বেহালার বাড়িতে বসে নৈশভোজ করেছিলেন তাঁরা। সেই সময়েই বিভিন্ন ধরনের জল্পনা ছড়িয়েছিল রাজ্য রাজনীতির অন্দরমহলে।