কলকাতা: হার্ট অ্যাটাকের পরও মনোবল অটুট দাদার। শনিবার রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেখার পরে এ কথা জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের এক সদস্য চিকিৎসক। সন্ধ্যায় চা-বিস্কুটের পাশাপাশি রাতে চিকেন স্যুপ আর টোস্ট খেয়েছেন মহারাজ। মেডিক্যাল বোর্ডের এক চিকিৎসকের কথায়, “দাদা একেবারে চাঙ্গা রয়েছেন।”
তবে সৌরভের কাছে আপাতত কোনও মোবাইল রাখা হয়নি বলে খবর। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন মুঠোফোন থেকে দূরে থাকার। অসুস্থতার ধকল সামলাতে টেলিভিশনও বন্ধ রয়েছে। আরও কিছু সময় পরে টুইট করে নিজের সুস্থ থাকার কথা জানাতে পারেন বেহালার বাঁ-হাতি। এদিকে পরবর্তী চিকিৎসার জন্য দেশের এক বিশিষ্ট চিকিৎসক মেডিক্যাল বোর্ডে যোগ দিতে পারেন বলে খবর। উডল্যান্ডস হাসপাতালের এক চিকিৎসক জানান, এখনও পর্যন্ত উডল্যান্ডসেই মহারাজের পরবর্তী চিকিৎসা করাতে চান সৌরভের পরিজনেরা। প্রয়োজনে এক বিশিষ্ট চিকিৎসককে মেডিক্যাল বোর্ডে অন্তর্ভুক্তির কথা ভাবা হয়েছে।
আরও পড়ুন: ‘ওর মতো একটা বাচ্চা ছেলের এরকম হবে!’ সৌরভের ঘটনা চোখ খুলে দিল মমতার
হাসপাতালের মেডিক্যাল সুপার সপ্তর্ষি বসু জানান, সকাল সাড়ে দশটা থেকে অস্বস্তি বোধ করছিলেন সৌরভ। দুপুর ১২টার পরে উডল্যান্ডসের চিকিৎসকদের ফোনে সে কথা জানানো হলে দ্রুত তাঁকে হাসপাতালে আনার পরামর্শ দেওয়া হয়। পৌনে একটা নাগাদ সৌরভকে নিয়ে তাঁর পরিজনেরা পৌঁছনোর পরে দ্রুততার সঙ্গে চিকিৎসা শুরু হওয়ায় বিপদ এড়ানো গিয়েছে বলে জানান সপ্তর্ষিবাবু।
আরও পড়ুন: হৃৎপিণ্ডে ‘ক্রিটিক্যাল ব্লক’, অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভাল আছেন ‘মহারাজ’, ঠিক কী হয়েছিল সৌরভের?