Sourav Ganguly on Anubrata Mondal: অনুব্রতর সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে সৌরভ! ছবি ভাইরাল হতেই ‘মহারাজ’ বললেন…

Sourav Ganguly on Anubrata Mondal:দু'সপ্তাহ আগে বীরভূম জেলায় আয়োজিত একটি ক্রিড়া সংস্থার অনুষ্ঠানে যান সৌরভ। সেই মঞ্চে ছিলেন কেষ্ট মণ্ডল। সেই ছবি ভাইরাল হয়। সৌরভ বলেন, "আমি গিয়েছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কাজে।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 03, 2025 | 5:22 PM

কলকাতা: পুলিশ অশ্রাব্য গালিগালাজ ও নোংরা কটূক্তি করে বিতর্কে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। এই আবহের মধ্যেই এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নানা আলোচনা শুরু হয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন মহারাজ। নিজের অবস্থানও স্পষ্ট করে তিনি জানান, “আমি গিয়েছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের অনুষ্ঠানে। উনি এক জন প্রতিনিধি, আমিও।”

দু’সপ্তাহ আগে বীরভূম জেলায় আয়োজিত একটি ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে যান সৌরভ। সেই মঞ্চে ছিলেন অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল। সেই সময়ই একটি ছবি ভাইরাল হয়। সৌরভ বলেন, “আমি গিয়েছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কাজে। স্টেজ শেয়ার করলে কী হয়েছে? আমি সব মানুষের সঙ্গে স্টেজ শেয়ার করি।” সৌরভ বলেন, “আমার কোনও কিছু নেওয়ারও নেই। আর পাওয়ারও নেই। স্টেজ শেয়ার করার আলাদা কোনও কারণ নেই। আমি সবার সঙ্গে স্টেজ শেয়ার করি।” একই সঙ্গে তাঁর সংযোজন, “আমি কত লোকের সঙ্গে মিশি। কে কী বলল বা টার্গেট করল আমি গ্রাহ্য করি না।”

উল্লেখ্য, সম্প্রতি অনুব্রত মণ্ডলের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। সেই ক্লিপটি আবার শেয়ার করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংশ্লিষ্ট ক্লিপে অনুব্রতকে গালিগালাজ করতে শোনা যায় এক পুলিশ আধিকারিককে। সেই ঘটনায় দল ইতিমধ্যেই কেষ্টকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। সেই মতো ক্ষমাও চেয়েছেন অনুব্রত। তবে থানায় হাজিরা দেননি। তার বদলে সাতজন আইনজীবীকে পাঠিয়েছেন সেখানে।

 

 

 

কলকাতা: পুলিশ অশ্রাব্য গালিগালাজ ও নোংরা কটূক্তি করে বিতর্কে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। এই আবহের মধ্যেই এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নানা আলোচনা শুরু হয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন মহারাজ। নিজের অবস্থানও স্পষ্ট করে তিনি জানান, “আমি গিয়েছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের অনুষ্ঠানে। উনি এক জন প্রতিনিধি, আমিও।”

দু’সপ্তাহ আগে বীরভূম জেলায় আয়োজিত একটি ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে যান সৌরভ। সেই মঞ্চে ছিলেন অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল। সেই সময়ই একটি ছবি ভাইরাল হয়। সৌরভ বলেন, “আমি গিয়েছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কাজে। স্টেজ শেয়ার করলে কী হয়েছে? আমি সব মানুষের সঙ্গে স্টেজ শেয়ার করি।” সৌরভ বলেন, “আমার কোনও কিছু নেওয়ারও নেই। আর পাওয়ারও নেই। স্টেজ শেয়ার করার আলাদা কোনও কারণ নেই। আমি সবার সঙ্গে স্টেজ শেয়ার করি।” একই সঙ্গে তাঁর সংযোজন, “আমি কত লোকের সঙ্গে মিশি। কে কী বলল বা টার্গেট করল আমি গ্রাহ্য করি না।”

উল্লেখ্য, সম্প্রতি অনুব্রত মণ্ডলের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। সেই ক্লিপটি আবার শেয়ার করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংশ্লিষ্ট ক্লিপে অনুব্রতকে গালিগালাজ করতে শোনা যায় এক পুলিশ আধিকারিককে। সেই ঘটনায় দল ইতিমধ্যেই কেষ্টকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। সেই মতো ক্ষমাও চেয়েছেন অনুব্রত। তবে থানায় হাজিরা দেননি। তার বদলে সাতজন আইনজীবীকে পাঠিয়েছেন সেখানে।